পরনে কয়েদিদের পোশাক, আচমকাই গ্রেফতার বং গাই! নেটপাড়ায় হুলস্থুল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক সময়ে একের পর এক স্ট্যান্ডআপ কমেডিয়ান, ইউটিউবার বিতর্কে জড়িয়ে উঠে আসছেন চর্চার কেন্দ্রে। সময় রায়না, রণবীর এলাহাবাদিয়া থেকে কুণাল কামরা, একাধিক জনপ্রিয় নাম বিতর্কে জড়িয়েছে সম্প্রতি। এবার সংবাদ শিরোনামে উঠে এলেন বং গাই (Bong Guy) ওরফে কিরণ দত্ত। জেল থেকে ভিডিও বার্তা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন তিনি নেট পাড়ায়।

হঠাৎ করেই গ্রেফতার হলেন বং গাই (Bong Guy) কিরণ!

বাংলা ইউটিউব কমিউনিটির অন্যতম প্রতিষ্ঠিত নাম বং গাই (Bong Guy)। বর্তমানে বাংলা ইউটিউব জগতের যে রমরমা তার অনেকটা কৃতিত্বই প্রাপ্য কিরণের। খ্যাতির সঙ্গে আসে তার বিড়ম্বনাও। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন কিরণ (Kiran Dutta) এমনকি রাজনীতি ঘেঁষা মন্তব্যের জেরে ‘হুমকি’ পেতে হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু এবার কিনা জেলে যেতে হল তাঁকে! হঠাৎ কী এমন ঘটল?

Bong guy kiran dutta shared video from jail

ভিডিও বার্তায় কী বললেন ইউটিউবার: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন কিরণ। সেখানে তাঁকে সাদা কালো স্ট্রাইপ কয়েদিদের পোশাকে দেখা গিয়েছে। ভিডিওতে কান ধরে কাঁচুমাচু মুখে কিরণকে (Bong Guy) বলতে শোনা যায়, ‘এই ভিডিওটা আমার বানানোর কোনও ইচ্ছা ছিল না। আমাকে রীতিমতো বাধ্য করাই হচ্ছে। কাল রাতে আমায় অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমি কী দোষ বা কী ভুল করলাম তা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আপনারাই বিচার করুন, এভাবে আমায় হেনস্থা করা হল’।

আরও পড়ুন : আটকানো গেল না, বেসরকারি হাতেই যাচ্ছে কলকাতা মেট্রো? মুখ খুলল কর্তৃপক্ষ

হঠাৎ হলটা কী: এতটা শুনে মনে হতেই পারে, হঠাৎ কী এমন করে বসলেন যে কিরণ (Kiran Dutta) যে হঠাৎ করে তাঁকে গ্রেফতার করা হল? এরপরেই বং গাই (Bong Guy) বলে ওঠেন, ‘আমার একটাই ভুল বলা হচ্ছে যে আমি ‘সাইয়ারা’ দেখে কাঁদিনি’। এর জন্য নাকি তাঁর ৫ বছরের জেল হবে! অর্থাৎ পুরোটাই স্রেফ মজা ছাড়া আর কিছুই নয়। ‘সাইয়ারা’ ছবিটি নিয়ে মজাচ্ছলেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। নেটিজেনরাও হেসে লুটোপুটি খাচ্ছেন কিরণের কাণ্ড দেখে।

আরও পড়ুন : ব্রিটেনের বাজারে কাড়াকাড়ি পড়বে ভারতীয় পণ্যের, মোদীর ‘মাস্টরস্ট্রোক’ অবাধ বাণিজ্য চুক্তি, কী কী লাভ হবে?

নেট পাড়ায় চোখ রাখলেই এখন শুধু ‘সাইয়ারা’র জয়জয়কার। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি নিয়ে ‘জেন জি’র উন্মাদনা নিয়ে ট্রোল, মিম অব্যাহত। অনেক ভিডিওতেই দেখা যাচ্ছে, কোথাও হলের মধ্যে কেউ লুটিয়ে পড়ে কাঁদছে, কেউ আবার কাঁদতে কাঁদতে অজ্ঞানই হয়ে যাচ্ছে। চারিদিকে যখন এমন কাণ্ড চলছে, তখনই ট্রেন্ডে ভেসে এই মজার ভিডিওটি বানালেন বং গাই।