পোস্তা উড়ালপুল ভাঙার বিভীষিকা ফিরবে পাভেলের ছবিতে, ইশা সাহার সঙ্গে অভিনয় করছেন বং গাই!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় ইউটিউবারদের তালিকায় অন‍্যতম নাম ‘দ‍্য বং গাই’ (the bong guy)। এই নামের আড়ালে থেকে এতদিন ধরে লক্ষ লক্ষ অনুরাগীর মন খুশি রাখার রসদ যুগিয়ে চলেছেন কিরণ দত্ত (kiran dutta)। অনেকে বলেন বাঙালি ইউটিউবারদের সাফল‍্যের নাকি নতুন দিশা দেখিয়েছেন তিনি। ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে তাঁর চ‍্যানেলে সাবস্ক্রাইবারের সংখ‍্যা। ইউটিউবকেই পেশা হিসেবে নিয়ে চূড়ান্ত সাফল‍্যের মুখ দেখেছেন দ‍্য বং গাই।

সদ‍্য ইউটিউবের গণ্ডি পেরিয়ে অভিনয় জগতে পা রেখেছেন কিরণ। একাধিক ছবির প্রস্তাব হাতে রয়েছে তাঁর। কনফিউসড পিকচারের নতুন একটি ডার্ক কমেডি ওয়েব সিরিজের জন‍্য শুটিং করছিলেন তিনি। এরই মাঝে জানা গেল পরিচালক পাভেলের আগামী ছবিতেও দেখা মিলবে বং গাইয়ের।


কলকাতার গল্প নিয়েই তৈরি হতে চলেছে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’। তিন দিনের তিনটি ঘটনার গল্প শোনা যাবে এই ছবিতে। জানা গেল, পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার সেই দুঃস্বপ্নের দিনটির প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে ছবি। এ বিষয়ে এক রোমাঞ্চকর গল্পও শোনালেন পাভেল।

পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পরপ‍র গুঞ্জন রটেছিল ওই এলাকায় মাঝ রাতে নাকি অস্বাভাবিক সব শব্দ শোনা যায়। পাভেল জানান, তাঁর এক বান্ধবীর বাড়ি পোস্তা উড়ালপুলের পাশেই। এত বছর পরেও সেই সব আওয়াজ নাকি পাওয়া যায় মাঝ রাত হলেই। বান্ধবীর মুখ থেকেই নাকি এই ঘটনার কথা শুনেছেন পাভেল।


পরিচালকের কথায়, “হয়তো ওগুলো শুধুই মানুষের কল্পনা। কিন্তু ওই দুঃস্বপ্নের দিনটা ভোলা সম্ভব নয়।” পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাটা নাকি পরিচালকের মনে গভীর প্রভাব ফেলেছিল। সেখান থেকেই এই ছবি তৈরির অনুপ্রেরণা। আসলে পাভেল নিজেকে শহুরে মানুষ বলেই পরিচয় দেন। কলকাতা শহরের অলিগলি তাঁর নখদর্পণে। সেই কল্লোলিনী প্রেমটাই উঠে আসবে ছবিতে।

ছবিতে বড় চমক কিরণ দত্ত তো রয়েছেনই। এছাড়াও দেখা যাবে ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়দের। ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই।

সম্পর্কিত খবর

X