বাংলাহান্ট ডেস্ক: গেরুয়া শিবির থেকে আবার তারকা বিচ্ছেদ। বিজেপি (bjp) ছাড়তে পারেন অভিনেতা বনি সেনগুপ্ত (bonny sengupta), গুঞ্জন ছড়িয়েছে বিনোদন ও রাজনৈতিক মহলে। বনির মা পিয়া সেনগুপ্তও জানিয়ে দিয়েছেন খবর সত্যি। ইতিমধ্যেই নাকি মৌখিক ভাবে দলীয় নেতৃত্বকে দলত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন বনি।
বিধানসভা নির্বাচনের আগে আগে জোর চমক দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। তার আগে অবশ্য বিজেপি সদস্য সোহেল দত্তর সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু মা পিয়া, হবু স্ত্রী কৌশানি যেখানে তৃণমূলে সেখানে বনি পদ্ম শিবির বেছে নেওয়াতে অবাক হয়েছিলেন সকলেই। হতভম্ব ভাব গোপন করতে পারেননি মা পিয়াও।
কিন্তু তার কয়েক মাস পরেই ফের ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপি ছাড়ার জল্পনা বনির। শ্রাবন্তী, তনুশ্রীদের মতো মোহভঙ্গ? সংবাদ মাধ্যমকে বনির মা জানিয়েছেন, ছেলের হাতে এখন অনেক কাজ। শুধু অভিনয়ে মন দেবেন বনি। বিজেপির সঙ্গ আর না। কিছুদিনের মধ্যেই দলত্যাগের সিদ্ধান্ত লিখিত ভাবে জানিয়ে দিতে চলেছেন বনি।
ছেলের ‘বোধোদয়’ হওয়ায় খুশি মা, বাবা, হবু স্ত্রী সকলেই। এই মুহূর্তে বোলপুরে ‘আম্রপালি’ ছবির শুটিং করছেন বনি। সেখান থেকে কলকাতা ফিরবেন ২৫ নভেম্বর। পরদিনই আবার চলে যাবেন ঢাকা। আম্রপালি, হীরকগড়ের হীরে, জতুগৃহ, ছুটি, ধাঁধা সহ একগুচ্ছ ছবি রয়েছে তাঁর হাতে। সদ্য মুক্তি পেয়েছে ‘এফআইআর’। এত কাজ সামলে আর রাজনীতির কাজ বনি করতে পারছেন না বলেই খবর।
বিধানসভা ভোটের আগে বিজেপি বেছে নেওয়ায় অভিনেতার সাফাই ছিল, তৃণমূলে যোগ্য সম্মান পাননি। তাই মানুষের হয়ে কাজ করতে বিজেপিতে এসেছেন। তবে ভোটে লড়ার টিকিট পাননি তিনি। অপরদিকে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়ে বিজেপির মুকুল রায়ের কাছে হেরে গিয়েছিলেন কৌশানি। কিন্তু আলাদা দল হলেও দুজনের বন্ধুত্বে চিড় ধরেনি।