টলিউডেও এবার সুপারহিরো, নতুন বছরে ‘সুপারম‍্যান’ হচ্ছেন বনি সেনগুপ্ত!

বাংলাহান্ট ডেস্ক: মার্ভেল ও ডিসি জগতের সুপারহিরোদের গল্পে বুঁদ হয়ে রয়েছে দর্শকরা। একে অন‍্যকে টেক্কা দেওয়ার লড়াইয়ে আখেরে লাভ হচ্ছে সিনেপ্রেমীদেরই। কিছুদিন আগে পর্যন্ত ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’ নিয়ে উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। বলিউড টলিউড সব ছবিকে টেক্কা দিয়ে মুক্তির দিন কয়েকের মধ‍্যেই ২০০ কোটি কামিয়ে ফেলেছিল এই ছবি।

এবার নতুন বছর শুরুর আগেই ঘোষনা হল আরো এক সুপারহিরো ছবির। স্পাইডির পর এবার আসছে ‘সুপারম‍্যান’ (superman)। তবে এ হলিউডের সুপারম‍্যান নয়, বরং টলিউডের! বনি সেনগুপ্তকে (bonny sengupta) দেখা যাবে সুপারম‍্যানের ভূমিকায়। সুপারহিরো ছবিতে নাম লেখাবে বাংলাও।

Bonny
তবে এখানে সুপারম‍্যানটি নামটি রূপক অর্থে ব‍্যবহার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। গ্রামের এক সিধেসাধা ছেলে বনি। এই ছেলেই পরে কীভাবে গ্রামের সুপারম‍্যান হয়ে ওঠে সেটা নিয়েই ছবির গল্প। গ্রামের মানুষদের রক্ষা করার জন‍্য সুপারম‍্যান হবে বনি। কিন্তু গ্রামের মানুষরাও একে অপরকে বিপদে সাহায‍্য করবে বলে দেখানো হবে ছবিতে।

ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন রিনো। তিনি জানান, করোনা পরিস্থিতিতে যেভাবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তিনি। বনিকে মুখ‍্য চরিত্রে অভিনয় করানো নিয়ে পরিচালকের বক্তব‍্য, বনির মুখে যেমন সারল‍্য আছে তেমনি তাঁর শারীরিক গঠনও সুপারম‍্যানের মতো। তাই সবদিক দিয়েই বনিই আদর্শ এই চরিত্রের জন‍্য।

বনির বিপরীতে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঈশানী ঘোষকে। পাশাপাশি থাকছেন দর্শনা বণিকও। চিত্রনাট‍্য লিখছেন অর্ণব ভৌমিক নতুন বছরের শুরুর দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। মূলত শহ‍র কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হবে ছবির শুটিং।

Niranjana Nag

সম্পর্কিত খবর