সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, কারা কত পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই মায়ের আগমন। আপাতত খুশির মেজাজে বঙ্গবাসী। এরই মধ্যে সরকারি কর্মচারীদের খুশি ডবল হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের (State Government Workers) অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। পুজো শুরুর মুখেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

ছুটি আর আগাম বেতন নিয়ে ইতিমধ্যেই ঘোষনা করেছে রাজ্য। আর এবার পুজোর বোনাস নিয়ে বিরাট আপডেট। প্রসঙ্গত বহুদিন ধরে বকেয়া ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি তাদের। এই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। আগামী মাসে এই মামলায় রায়দানের সম্ভাবনা।

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য ঝুলে আছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। তবে এই আবহেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল রাজ্য। শীঘ্রই বোনাস (Puja Bonus) পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। পূজোর আগে এই বছর রাজ্য সরকারি কর্মীদের ‘অ্যাড হক বোনাস’ হিসাবে দেওয়া হচ্ছে ৫৩০০ টাকা।

আরও পড়ুন: ফুঁসছে ঘূনাবর্ত! আবহাওয়ার বিরাট বদল রাজ্যে, ফের কী ঝেঁপে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস…

প্রসঙ্গত, রাজ্যের সরকারি কর্মীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত যারা রয়েছেন তারা এই অ্যাড হক বোনাস পাবেন। বহু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই বোনাস ঢুকে গিয়েছে।

এই বোনাস হিসেবে সরকারি কর্মচারীরা ৫,৩০০ টাকা পাবেন। আগের বছর এই বোনাস ছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৫০০ টাকা বাড়িয়ে এর পরিমাণ ৫,৩০০ করা হয়েছে। তবে সকল সরকারি কর্মচারীরা এই বোনাস পাবেন না। যাদের মাসিক বেতন ৩৯ হাজার টাকার মধ্যে তারাই এই বোনাস পাবেন।

nabanna x

সূত্রের খবর, সাধারণত গ্রুপ ডি ও লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে যারা সদ্য কাজে যোগ দিয়েছেন, তারা ও যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করেন, তারাও এই অ্যাড হক বোনাস পেয়ে থাকেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর