বাংলাহান্ট ডেস্কঃ স্কুল পাঠ্যপুস্তকে যুক্ত হতে চলেছে মুখ্যমন্ত্রীর লেখা বই। শুধু তাই নয়, আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে যুক্ত হতে চলেছে ত্রিপুরার (tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (biplab dev) লেখা একটি বই। যেখানে আধুনিক ত্রিপুরা গড়ে তুলতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর অবদান লেখা রয়েছে।
২০১৯ সালে বিপ্লব দেবের লেখা এই বই বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই প্রকাশিত হয়েছিল। ত্রিপুরার ইতিহাস এবং ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেছেন বিপ্লব দেব এই বইতে। এই বইয়ে ত্রিপুরার রাজশাসনের সুশাসন মডেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনের মধ্যে মিলও তুলে ধরেছেন তিনি।
রাজ্য শিক্ষা দপ্তরের এক সিনিয়র অফিসার এই বিষয়ে জানিয়েছেন, ‘আধুনিক ত্রিপুরার শিল্পকারদের মধ্যে অন্যতম মহারাজা বীর বিক্রমকে নিয়ে লেখা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বইটির কিছু অংশ স্কুলের পাঠ্যসূচিতে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এই বইটি পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
তিনি আরও জানান, ‘শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে এই বইটি শিক্ষাবর্ষে যুক্ত করার জন্য আবেদন করেছিল ”বিবেকানন্দ বিচার মঞ্চ” নামের একটি সামাজিক সংগঠন। আর তাঁদের আবেদন এবং মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।