নিজস্ব প্রতিনিধি,সাঁইথিয়া,বীরভূমঃ গত মঙ্গলবার পুরাতন কয়েনের ব্যবসাকে কেন্দ্র করে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে। মুড়ি-মুড়কির মতো দফায়,দফায় চলে বোমাবাজি,চলে গুলির লড়াই যার জেরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ২৬ বছর বয়সী ইনসান নামে এক তৃণমূল কর্মী। এই ঘটনার ফলে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে সাঁইথিয়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও ওই এলাকা এখনো থমথমে। সাঁইথিয়া থানার পুলিশের তরফ থেকে পুলিশি প্রিকেট বসানোর পাশাপাশি চলে জোর তল্লাসি। সেই তল্লাশিতেই ওই এলাকা থেকে উদ্ধার করা হয় এক ড্রাম ভর্তি ৪০ টি তাজা বোমা। বোমা মজুত করার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় ১২ জনকে।
যদিও তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চান না তৃনমূলের জেলা নেতৃত্ব। সমস্ত ঘটনাটি অস্বীকার করে ওনারা বলেন,‘এই ঘটনাটি সমস্ত গ্রাম্য বিবাদ। এর সাথে তৃনমূলের কোন সম্পর্ক নেই।’
যদিও এই ঘটনায় বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ,‘রাজনীতি করতে এসে প্রাণ হারাতে হচ্ছে তরতাজা যুবকদের।’
তবে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছে বীরভূম বাসি।