গরু পাচারকারী সন্দেহে বাংলাদেশের সীমান্তরক্ষীকে গুলি! BSF-র হামলায় নিহত বিজিবি সদস্য

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মর্মান্তিক মৃত্যু হল সীমান্তে। এবার ঘন কুয়াশার কারণে বিএসএফের গুলিতে নিহত হলেন বাংলাদেশের এক সীমান্তরক্ষী। যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে নিহত বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি এক সদস্য। অভিযোগ এই সীমান্তরক্ষী সদস্য নিহত হয়েছেন ভারতের বিএসএফের গুলিতে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর পাঁচটার দিকে।

জানা গেছে নিহত বিজিবি সদস্যের নাম সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ঘটনাটি। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে একদল গরু পাচারকারীকে ভারতের দিক থেকে আসতে দেখে।

আরোও পড়ুন : রামমন্দিরে ভক্তদের সুনামি! ভাঙল ব্যারিকেড, উদ্বোধনের পরদিনই বন্ধ হল রামলালার দর্শন

দায়িত্বরত বিজিবি টহল দল তাদের তাড়া করলে গরু পাচারকারীরা ভারতের দিকে অগ্রসর হয়। ঘন কুয়াশার কারণে দল থেকে দিক ভ্রষ্ট হয় বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন। এরপর দলের অন্যান্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানা যায় ভারতের বিএসএফের গুলিতে বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন আহত হয়ে ভর্তি আছেন ভারতের একটি হাসপাতালে।

bsf

এই ঘটনা জানাজানি হওয়ার পর পতাকা বৈঠক করা হয়  কমান্ডার পর্যায়ে। তারপর জানা যায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে মোহাম্মদ রইশুদ্দীনের। এই ঘটনাটি নিয়ে ভারতের বিএসএফকে সঠিক তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে বিএসএফের বিরুদ্ধে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মৃত মোহাম্মদ রইশুদ্দীনের দেহ দ্রুত ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা চালানো হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর