বাংলা হান্ট ডেস্ক: লিভারপুলের ফুটবলার দিওগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই ক্রীড়া জগৎ আরও একটি বড় শোকের সম্মুখীন হল। ২০ বছর বয়সী উদীয়মান মোটরস্পোর্ট রেসার বোর্জা গোমেজের (Borja Gomez) এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ইউরোপীয় স্টক চ্যাম্পিয়নশিপ রেসের সময়ে গোমেজ এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। স্পেনের সান জাভিয়ারের এই তরুণ চালক ফ্রান্সের ম্যাগনি-কোর্স ট্র্যাকে তৃতীয় রাউন্ডের আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। এস্তোরিলে মরশুমের প্রথম রেসে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন এবং জুনের শুরুতে জেরেজ সার্কিটে জয় হাসিল করেন।
দুর্ঘটনায় মৃত্যু বোর্জা গোমেজের (Borja Gomez):
রিপোর্ট অনুসারে, ফ্রি প্র্যাকটিস সেশনের সময়ে গোমেজের (Borja Gomez) সাথে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গোমেজ একা ট্র্যাক থেকে বেরিয়ে যান। কিন্তু তারপরে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এমতাবস্থায়, গোমেজের দল, টিম হন্ডা ল্যাগলিস, এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনাটি নিশ্চিত করেছে।
Saddened to report that Former Moto2/WorldSBK Spanish Championship rider Borja Gomez has lost his life at Magny Cours. pic.twitter.com/32PCFUg5yD
— Crash MotoGP (@crash_motogp) July 3, 2025
হন্ডা ল্যাগলিস ওই বিবৃতিতে জানিয়েছে, “অত্যন্ত বেদনার সঙ্গে আমরা ঘোষণা করছি যে ইউরোপিয় স্টক চ্যাম্পিয়নশিপের প্রথম ফ্রি প্র্যাকটিস সেশনের সময়ে একটি গুরুতর দুর্ঘটনার পর ম্যাগনি-কোর্স ট্র্যাকে বোর্জা গোমেজের (Borja Gomez) মৃত্যু হয়েছে। একজন পাইলট হিসেবে তাঁর ব্যতিক্রমী প্রতিভার বাইরেও, আমরা বোর্জাকে একজন মহান মানুষ হিসেবে স্মরণ করব।”
আরও পড়ুন: ফের সবাইকে চমকে দিল টাটা! এই সংস্থা গড়ল বিরাট নজির, মিলল বড় আপডেট
বোর্জা গোমেজের কেরিয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বোর্জা গোমেজ (Borja Gomez) পূর্বে Moto2-তে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি সেখানেই ফিরে আসার স্বপ্ন দেখতেন। গোমেজ স্পেনে সুপারমোটো রেসিংয়ের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেন এবং তারপর ২০১৯ সালে কাওয়াসাকি কাপে যোগ দেন। পরে তিনি সুপারবাইকে যোগদান করেন। যেখানে গোমেজ ২০২১ সালের স্প্যানিশ সুপারবাইক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেন।
আরও পড়ুন: কোটি কোটি গ্রাহক পাবেন স্বস্তি! PNB সহ এই ৩ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ
এক বছর পর তিনি (Borja Gomez) কার্ডোসো দলের সঙ্গে আবার রানার-আপ হন। ২০২৩ সালে তিনি ফ্যান্টিক রেসিং টিমের সাথে Moto2-তে যোগ দেন। সেখানে গোমেজ ১৩ টি গ্র্যান্ড প্রিক্স রেসে অংশগ্রহণ করেন এবং তারপর তিনি FIM স্টক ইউরোপিয় চ্যাম্পিয়নশিপে যোগ দেন। যেখানে তিনি এই মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।