বাংলা হান্ট ডেস্ক: বড়দিনের দিন মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি। যার মধ্যে রয়েছে দেবের ‘প্রজাপতি ২’, কোয়েলের ‘মিতিল একটি খুনির সন্ধানে’ ও শুভশ্রীর অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। বলা ভালো এবার দেব-শুভশ্রী ও কোয়েল তিনজনেই মুখোমুখি টক্কর দিয়েছে। কিন্তু কে বাজিমাত করল? আর কেইবা পিছিয়ে রইল এই টক্কর থেকে। দেখে নিন তিনটি ছবির বক্স অফিস কালেকশন (Box Office Collection)।
রেকর্ডের পথে ‘প্রজাপতি ২’, কত আয় করল কোয়েল-শুভশ্রীর সিনেমা (Box Office Collection)
বড়দিনের আবহে টলিউডের মুক্তি পেয়েছে প্রথম সারির তিন অভিনেতা-অভিনেত্রী সিনেমা। তবে এখন দেখার এদের মধ্যে কে এগিয়ে রয়েছে (Box Office Collection)। যদিও দেব মানে যে বক্স অফিস হিট তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। আর সেই রকমই দেবের নতুন ছবি প্রজাপতি ২ এর ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে মুক্তির ৫দিনে প্রজাপতি ২ আয় করেছে মোট ২.৪৪ কোটি টাকা।

আরও পড়ুন: নতুন গুড় দিয়ে পায়েস বানাতে চান? পৌষ পার্বণ এর আগে জেনে নিন এর পারফেক্ট রেসিপি
এক নজরে দেখে নিন ‘প্রজাপতি ২’ এর মোট সংগ্ৰহ:
দেবের এই নতুন সিনেমাটি প্রথম দিনই ৮২ লক্ষ টাকা আয় করে। এরপর শুক্রবার আয় করে ৩২ লক্ষ টাকা। শনিবার এই ছবি সংগ্রহ করে ৪৩ লাখ টাকা। রবিবার এই ছবি আয় করে ৫৬ লক্ষ টাকা। সোমবার এই ছবি আয় হয় ৩১ লক্ষ টাকা।
এক নজরে দেখে নিন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এর মোট সংগ্ৰহ:
অপরদিকে একই দিনে মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিটি তৈরি করা হয়েছে শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্যের নানা থিওরিতে। এই ছবিটি মোট পাঁচ দিনে স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে আয় করে- প্রথম দিন আয় করে ১৮ লক্ষ টাকা। দ্বিতীয় দিন ৬ লক্ষ টাকা। তৃতীয় দিন ৭ লক্ষ টাকা।চতুর্থ দিন ৮ লক্ষ টাকা। পঞ্চম দিন ৪ লক্ষ টাকা।
এক নজরে দেখে নিন ‘মিতিন একটি খুনির সন্ধানে’র মোট সংগ্ৰহ:
একই দিনে কোয়েল মল্লিকের ‘মিতিন একটি খুনির সন্ধানে’ও মুক্তি পেয়েছে। এই ছবিটি স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে পাঁচদিনে মোট ৪৬ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন আয় করে ২১ লক্ষ টাকা। শুক্রবারে ছবি আয় করে ৬ লক্ষ টাকা। শনিবারে আয় করে ৭ লক্ষ টাকা। রবিবার ৮ লক্ষ টাকা। এবং সোমবার ছবির আয় ৪ লক্ষ টাকা (Box Office Collection)।












