বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনেক আগেই জানা গিয়েছিল যে আইপিএলের নিলাম আয়োজিত হবে চলতি বছরের ২৩ শে ডিসেম্বর। তার আগে ফ্র্যাঞ্চাইজি গুলির জন্য ৪০৫ ক্রিকেটারের তালিকা পেশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে একাধিক বড় এবং পরিচিত নাম। এই তালিকার মধ্যে ২৭৩ জন হলেন ভারতীয় এবং বাকিরা সকলে বিদেশে ক্রিকেটার।
এবারের আইপিএলের গতবারের নিলামের আগে নাম প্রত্যাহার করে নেওয়া একাধিক ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও। তার বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ইংল্যান্ড কে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, স্যাম ক্যারনও রয়েছেন এই তালিকায়।
সবচেয়ে মজার ব্যাপার হলো এই তালিকায় থাকা ২৮২ জন ক্রিকেটারই এখনো আন্তর্জাতিক জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। আইপিএল গভর্নিং বডি আশঙ্কা করছে যে ৪০৫ জনের তালিকা প্রস্তুত করা হলেও এর মধ্যে থেকে বিক্রি হতে পারে মাত্র ৮৭ জন ক্রিকেটার।
এই নিয়েই এবার অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন অজি স্পিনার ব্র্যাড হগ। তিনি বলেছেন এখনকার ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দেশের হয়ে সফল হয়ে ওঠার খিদে বা মানসিকতা কোনওটাই নেই। সকলেই সাফল্যের জন্য শর্টকাট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এতে আখেরে তাদেরই ক্ষতি হয়।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের মতামত উল্লেখ করে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন চায়নাম্যান স্পিনার বলেছেন, ‘আইপিএলই এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী। আইপিএল তরুণ ক্রিকেটারদের দেশের জন্য বৃহত্তম ফরম্যাট খেলা থেকে আটকে সহজে অর্থ কামানোর রাস্তা করে দিচ্ছে।’