তৃণমূল নেতাকে শুঁটিয়ে লাল করে দিল TMC-র লোকেরাই! তুমুলে গোষ্ঠীদ্বন্দ্ব পশ্চিম মেদিনীপুরে

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই আবারও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল শিবির। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল সংঘর্ষ। গোটা ঘটনায় আহত উভয় পক্ষের অন্তত ১০ জন। ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কৃষ্ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অঞ্চল সভাপতি আরমান আলি খাঁর গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আশরাফুল মল্লিকের গোষ্ঠীর। জানা যাচ্ছে, আরমান আলি পঞ্চায়েত সমিতির সভাপতি হীরাল ঘোষের অনুগামী। অপরদিকে আশরাফুল বিধায়ক অরূপ ধাড়া গোষ্ঠীর অনুগামী। এই দুই গোষ্ঠীর মধ্যেই মঙ্গলবার রাতে এলাকার ক্ষমতা রাশ কার হাতে থাকবে এই নিয়ে শুরু হয় ঝামেলা। সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। খবর পেয়েই চন্দ্রকোনা থানার বিরাট পুলিস বাহিনী উপস্থিত হয় এলাকায়। কোনও ভাবে সামাল দেওয়া হয় পরিস্থিতি।

এই বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আরমান আলি খাঁ দাবি করেন, আশরাফুলের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তাদের কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ চালিয়েছে। তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি আরও বলেন, ‘আমরা মিটিং করছিলাম। অতর্কিত ভাবে এসে আমাদের উপর হামলা করা হয়। ওদের হাতে রড, লাঠি ছিল। এই সবের জন্য আমাদের মাথা ফেটেছে। হাত কেটে গিয়েছে।’

অপরদিকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আশরাফুল মল্লিকের জানান, ‘আমরা দলীয় কার্যালয়ে বসে মিটিং করছিলাম। হঠাৎই আমাদের উপর হামলা চালায় এলাকার কিছু কর্মী। আমাদের মারধর করা হয়। লাঠি নিয়ে হঠাৎই করা হয় এই হামলা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর