মুক্তির আগেই কোটি টাকার ক্ষতি! হায়দ্রাবাদে ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার শো বাতিল করে দিল পুলিস

বাংলাহান্ট ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। বিগত পাঁচ বছর ধরে শুটিংয়ের পর অবশেষে মুক্তির জন‍্য তৈরি রণবীর কাপুর (Ranbir Kapoor) আলিয়া ভাটের (Alia Bhatt) এই ছবি। বলিউডের দুর্দিনের সময়ে বিগ বাজেট ব্রহ্মাস্ত্রর উপরেই ভরসা রাখছেন ফিল্ম সমালোচকরা। এদিকে মুক্তির আগেই কোটি টাকার ক্ষতির মুখে পড়ল ব্রহ্মাস্ত্র টিম।

মুক্তির আগে আগে প্রচারের মাত্রাও বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চলছে প্রচার। সম্প্রতি হায়দ্রাবাদে ছবির প্রচার করতে গিয়েছিলেন রণবীর আলিয়া, করন জোহর, মৌনি রায়, নাগার্জুন প্রমুখ। তারকাখচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘আর আর আর’ পরিচালক এস এস রাজামৌলি এবং অভিনেতা জুনিয়র এনটিআর।

RRR Twitter 250322 1200
কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অনুষ্ঠান। অতিরিক্ত জন সমাগমের জন‍্য শেষ মুহূর্তে নাকি শোয়ের অনুমতি বাতিল করে দেয় হায়দ্রাবাদ পুলিস। জানা যাচ্ছে, নির্মাতারা ১০-২০ হাজার জনতার হিসেব জানিয়ে অনুমতি আদায় করেছিল। কিন্তু একই মঞ্চে এতজন তারকাকে দেখার জন‍্য প্রায় ৩০ হাজার ভক্ত জড়ো হয়।

এত বিপুল পরিমাণ জনতাকে সামলানোর জন‍্য যথেষ্ট ব‍্যবস্থা নেই, এই কারণ দেখিয়ে শোয়ের অনুমতি বাতিল করে দেয় হায়দ্রাবাদ পুলিস। কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা এ দাবি নস‍্যাৎ করে দিয়েছে। তাদের পালটা বক্তব‍্য, সমস্ত নিয়ম মেনে আট দিন আগে থেকেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। কিন্তু হায়দ্রাবাদ পুলিস ব‍্যবস্থা দেখে যাওয়ার দু দিন পরে হঠাৎ করেই বাতিল করে দেয় অনুমতি।

Alia brahmastra

এর জেরে নির্মাতারা প্রায় দেড় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলেও খবর। অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার পর এদিন হায়দ্রাবাদের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন ব্রহ্মাস্ত্রর কলাকুশলীরা। ছিলেন রাজামৌলি এবং জুনিয়র এনটিআরও।

আর আর আর অভিনেতা এদিন অনুষ্ঠান বাতিলের জন‍্য নিজের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। গণেশ পুজোর বিসর্জনের জন‍্যই হায়দ্রাবাদ পুলিস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। আর আর আর ছবিতে আলিয়াও অভিনয় করেছিলেন একটি ছোট চরিত্রে। এবার তাঁর ছবির প্রচারে নেমেছেন রাজামৌলি এনটিআর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর