প্রথম ছবির মুক্তির দিনেই সিক‍্যুয়েলের ঘোষনা, এবার আর রণবীর নয়, মুখ‍্য চরিত্রের জন‍্য লড়াই সিং-রোশনের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় সহ শাহরুখ খানের ক‍্যামিও নিয়ে জমাটি স্টারকাস্ট ছবির। কিন্তু দর্শকরা তেমন পছন্দ করেনি ব্রহ্মাস্ত্র। এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ছবির। অথচ মুক্তির দিনেই ব্রহ্মাস্ত্র ট্রিলজির দ্বিতীয় ছবির ঘোষনা করে দিয়েছেন নির্মাতারা।

ব্রহ্মাস্ত্র ট্রিলজির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। এরপর আরো দুটি খণ্ড মুক্তি পাবে বলে জানিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জি এবং প্রযোজক করন জোহর। সেইমতো প্রথম ছবির শেষেই ঘোষনা হয়ে গেল দ্বিতীয় ভাগের, যার নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’।


প্রথম অংশেই দেব চরিত্রটির একটা অস্পষ্ট আভাস পাওয়া যায়। দ্বিতীয় ছবির মুখ‍্য চরিত্রে থাকবেন দেব। কিন্তু এখানে রয়েছে একটা বড় টুইস্ট। প্রথম ছবির মতো দ্বিতীয় অংশে কিন্তু আর রণবীর কাপুরকে দেখা যাবে না। বরং দেখা যাবে অন‍্য এক অভিনেতাকে। তিনি কে তাঁর পরিচয় এখনো ফাঁস না হলেও শোনা যাচ্ছে রণবীর সিং বা হৃতিক রোশনকে সম্ভবত দেব রূপে দেখা যাবে।

দেব চরিত্রটি সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও চরিত্রটিকে একটা ‘সুপার পাওয়ার’ হিসাবে দেখানো হয়েছে। ব্রহ্মাস্ত্র নিজের করায়ত্ত্ব করে বিশ্বের সবথেকে বড় শক্তি হয়ে উঠতে চায় দেব। তাকে এক ঝলক দেখাও গিয়েছে ট্রেলার এবং ছবিতে।

প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা প্রায় ৪০০-৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। হিন্দি ছাড়াও ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান। যে মাপে ছবিটি তৈরি হয়েছে তাতে এটা স্পষ্ট যে দ্বিতীয় অংশটিও এমনি বড় বাজেটেই তৈরি হবে।


যদিও প্রথম ছবিতে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের। ছবির VFX দুর্দান্ত, একথা সকলেই স্বীকার করেছেন। অমিতাভ বচ্চন, নাগার্জুনের পারফরম‍্যান্স নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জো নেই। ছবিতে প্রচুর চমকও রয়েছে। কিন্তু প্রাণটাই নেই!

নেটনাগরিকদের অনেকেই, এমনকি নামী ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও হতাশ ব্রহ্মাস্ত্র নিয়ে। ছবিটিকে ৫ এর মধ‍্যে মাত্র ২ রেটিং দিয়ে তাঁর বক্তব‍্য, ব্রহ্মাস্ত্র প্রচণ্ড রকম ভাবে হতাশ করেছে। খেলা ঘুরিয়ে দিতে পারত, কিন্তু ব‍্যর্থ করল। অয়ন মুখার্জি ৫ বছর ধরে এমন একটা ছবির গল্পে কাজ করল যার কোনো প্রাণই নেই।

সম্পর্কিত খবর

X