প্রায় ৫০০ কোটির কাছাকাছি বাজেট! বলিউডের সবথেকে দামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র টিকিটের দাম মোটে ৭৫ টাকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর বাকি মাত্র এক সপ্তাহ। তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। ইদানিং বলিউডের সমস্ত নতুন মুক্তি প্রাপ্ত ছবিকেই বাতিলের খাতায় ফেলছেন দর্শকরা। ব্রহ্মাস্ত্রর বিরুদ্ধেও উঠেছে বয়কটের ডাক। রণবীর আলিয়া দুজনের উপরেই ক্ষুব্ধ নেটনাগরিকরা। কিন্তু তাই বলে তো ছবির মুক্তি বন্ধ করে দেওয়া যায় না।

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। আর ১৬ সেপ্টেম্বর দর্শকদের জন‍্য একটা দারুন সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে। এদিন মাত্র ৭৫ টাকা দিয়েই যেকোনো প্রেক্ষাগৃহে দেখতে পারবেন ব্রহ্মাস্ত্র। আসলে ১৬ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস। সেই উপলক্ষে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এব‌ং সমগ্র দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহ সিদ্ধান্ত নিয়েছে সিনেমার টিকিট মাত্র ৭৫ টাকায় বিক্রি করা হবে এদিন।


গোটা দেশের মোট ৪ হাজারটি প্রেক্ষাগৃহে এদিন ৭৫ টাকার বিনিময়ে দেখা যাবে যেকোনো ছবি। ১৬ সেপ্টেম্বরের কয়েক দিন আগেই মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র।  তাই ১৬ সেপ্টেম্বর এই ছবিও ৭৫ টাকার টিকিটেই দেখা যাবে। করোনা কালে বিপুল ক্ষতির মুখে পড়েছিল বিনোদন জগৎ। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল সমস্ত প্রেক্ষাগৃহ।

মহামারি কাটিয়ে প্রেক্ষাগৃহ নতুন করে খোলার আনন্দ উদযাপন এবং দর্শকদের ধন‍্যবাদ জ্ঞাপন করার জন‍্য পালন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। তাই এদিন তুলনামূলক কম খরচে সমস্ত স্তরের দর্শকরা যাতে সিনেমা দেখার আনন্দ উপভোগ করতে পারে তাই সব সিনেমার টিকিটের দাম ৭৫ টাকা করে দেওয়ার ব‍্যবস্থা হয়েছে।

উল্লেখ‍্য, মুক্তির আগেই একটি বিষয়ে রেকর্ড গড়ে ফেলেছে ব্রহ্মাস্ত্র। এখনো পর্যন্ত বলিউডের সবথেকে ‘দামী’ ছবি হতে চলেছে এটি। বাজেট শুনলে একটা ধাক্কা খেলেও খেতে পারেন। প্রিন্ট এবং প্রচারের খরচ বাদ দিয়ে মোট ৪১০ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে ব্রহ্মাস্ত্র। গোটা দেশে একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। ৪০০ কোটির বেশি বাজেটের ছবি শেষমেষ কত কোটি টাকার ব‍্যবসা করে সেদিকে নজর থাকবে সকলেরই।

X