বাংলাহান্ট ডেস্কঃ এবার উত্তরপ্রদেশেই তৈরি করা হবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পাশাপাশি নিজ রাজ্যে এই শক্তিশালী অস্ত্র তৈরির কারখানা নির্মাণের ছাড়পত্রও দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। জানা গিয়েছে, এখানে আগামী ৩ বছরে ১০০-র ও বেশি ব্রহ্মস মিশাইল তৈরি করা সম্ভব হবে।
এবিষয়ে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ‘শীঘ্রই এখানে ব্রহ্মস মিশাইল তৈরি শুরু করা হবে। পাশাপাশি চলবে গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজও। যার ফলে দেশের উন্নতির সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে আরও অনেক প্রতিরক্ষাক্ষেত্রের কারখানা তৈরির পথ সহজ হয়ে গেল। এই কারখানা থেকে আগামী ৩ বছরে প্রায় ১০০-রও বেশি মিশাইল তৈরি করা সম্ভব হবে’।
পূর্বেই উত্তরপ্রদেশে এই প্রকল্প শুরু করার জন্য ব্রহ্মস এরোস্পেসের ডিরেকটর জেনারেল সুধীরকুমার মিশ্র, ২০০ একর জমি চেয়ে চিঠি দিয়েছিলেন ইউপিইআইডিএ-র (UPEIDA) সিইও ও অতিরিক্ত মুখ্যসচিবকে (স্বরাষ্ট্র) অবনীশ অবস্তি। ডিফেন্স করিডর প্রকল্পের চিঠিকে সম্মতি জানিয়ে অবনীশ অবস্তি জানান, ‘মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন এই সংস্থার কর্তারা। এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই প্রকল্পের জন্য সম্মতি দিয়েছেন। তাই আমরাও জমি দিতে পেরেছি ব্রহ্মস এরোস্পেসকে’।
উত্তরপ্রদেশে এই কারখানা গড়ে উঠলে, কর্মসংস্থান পাবেন বহু মানুষ। এবিষয়ে উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানান, এই ৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ কাজের সন্ধান পাবেন এখানে। প্রায় ১০ হাজার লোক কাজ পাবেন উৎপাদনকেন্দ্রে এবং প্রায় ৫ হাজার মানুষের অপ্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে। সেই সঙ্গে এই কারখানার হাত ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে এই রাজ্য।