৯৯ শতাংশ জন হয়েছেন ব্যর্থ! ১৩ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা মেয়েটির নাম বলতে পারলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমান সময়ে আমাদের কাছে মনোরঞ্জন এবং সময় কাটানোর রসদ হিসেবে একাধিক বিকল্প উপলব্ধ করেছে। বিভিন্ন সব পোস্ট, ভাইরাল হওয়া ভিডিও এবং হাজার হাজার ছবির ভিড় পরিলক্ষিত হয় সেখানে। যদিও, সেগুলির মধ্যেই এমন কিছু ছবি থাকে যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়।

ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। এমতাবস্থায়, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

   

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই সমস্ত ছবি নিয়মিত সমাধানের অভ্যাস বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা। এদিকে, সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে ছবির মধ্যে থাকা একটি মেয়ের সঠিক নামটিকে খুঁজে পেতেই রীতিমতো কালঘাম ছুটছে নেটিজেনদের। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে সেই ছবিটি উপস্থাপিত করা হল।

বলতে হবে মেয়েটির নাম: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি মেয়ের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি, মেয়েটির নাম সমাধানের জন্য সেখানে রয়েছে দু’টি ক্লু-ও। যেগুলির প্রথমটিতে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো কিছু গাণিতিক চিহ্ন এবং দ্বিতীয়টি হল “No” চিহ্ন। অর্থাৎ, এই দুই ক্লু-কে কাজে লাগিয়েই বলতে হবে মেয়েটির নাম।

এমতাবস্থায়, আপনিও ওই নামটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১৩ সেকেন্ডের মধ্যে নামটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি নামটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।

জেনে নিন উত্তর: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে থাকা মেয়েটির নাম খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লু-গুলিকে। তাহলেই বোঝা যাবে যে, ছবিটির প্রথম ক্লু-তে থাকা গাণিতিক চিহ্নগুলি আমরা অঙ্ক করার সময়ে ব্যবহার করি। তাই, সেখান থেকে আমরা নেবো “অঙ্ক” শব্দটি। পাশাপাশি, দ্বিতীয় ক্লু-টি হল “No” অর্থাৎ না চিহ্নের। এখান থেকে আমরা নেবো “না” শব্দটি।

Brain Teaser Name the girl in the picture within 13 seconds

অর্থাৎ, এই দুই শব্দ মিলে হবে অঙ্ক+না=অঙ্কনা। এমতাবস্থায়, ছবিতে থাকা ওই মেয়েটির নাম হল “অঙ্কনা”। তবে, আমাদের বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে এই নামটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনার IQ লেভেল যথেষ্ট ভালো এবং আপনি অত্যন্ত জিনিয়াসও বটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর