বাংলা হান্ট ডেস্ক: আপনি কি নিয়মিতভাবে বিভিন্ন ধরণের কঠিন কঠিন সব ধাঁধার (Puzzle) সমাধান করতে পছন্দ করেন? তাহলে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনাকে আকৃষ্ট করবে। মূলত, ধাঁধার একাধিক প্রকারভেদ থাকে। এমতাবস্থায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া কিছু ছবি ধাঁধার চেয়ে কোনো অংশেই কম যায়না।
মূলত, ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট ধরণের বিষয়কে সমাধান করতে হয় নেটিজেনদের। বিষয়টা অনেকটা ধাঁধা সমাধানের মতোই হয়। যদিও, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে ৯৯ শতাংশ জনই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।
সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই একটি অঙ্কের ধাঁধা দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে শুন্যস্থানে কোন সংখ্যাটি বসবে তা সমাধান করতেই কালঘাম ছুটছে নেটিজেনদের। এমতাবস্থায়, ওই ধাঁধার ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের কাছে।
শূন্যস্থানে বসবে কোন সংখ্যাটি: সম্প্রতি ভাইরাল হওয়া ওই অঙ্কের ধাঁধাটিতে একটি বৃত্তের মধ্যে তিনটি সংখ্যা দেখা গিয়েছে। সেগুলি হল, ৬, ১৯ এবং ৫৮। এদিকে, তার ঠিক পরেই রয়েছে একটি শূন্যস্থান। অর্থাৎ, ওখানে বসাতে হবে সঠিক সংখ্যাটি। এমতাবস্থায়, আপনিও এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক সংখ্যাটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি সেটির সমাধান না করতে পারেন তাহলেও চিন্তা নেই। কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।
জেনে নিন উত্তর: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে শূন্যস্থানে থাকা সংখ্যাটির বিষয়টি খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লুগুলিকে। মূলত, একটি নির্দিষ্ট সিকোয়েন্সে ওই সংখ্যাগুলি রয়েছে। আর সেই সিকোয়েন্সটি ধরতে পারলেই সমাধান হয়ে যাবে ছবিটির।
ছবিটিতে প্রথমে রয়েছে ৬, তারপরে রয়েছে ১৯ এবং ৫৮। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে, প্রতিটি ক্ষেত্রে এক-একটি সংখ্যার সাথে ৩ গুণ করে সেই গুণফলের সাথে ১ যোগ করলেই সংখ্যাগুলি মিলে যাচ্ছে। অর্থাৎ, ৬×৩+১=১৯, ১৯×৩+১=৫৮। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এরপরের সংখ্যাটি হবে, ৫৮×৩+১=১৭৫। সুতরাং, ওই শূন্যস্থানে বসবে ১৭৫ সংখ্যাটি। তবে, আমরা বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ওই সংখ্যাটি খুঁজে নিতে পারেন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।