বাংলাহান্ট ডেস্ক: এক সময় থিয়েটার থেকে ছোটপর্দা, অবাধ বিচরণ ছিল ব্রাত্য বসুর (bratya basu)। রাজনীতির দায়িত্ব অনেকটাই দূরত্ব বাড়িয়ে তাঁর ক্যামেরার থেকে। চলতি বছরেই অবশ্য ‘ডিকশনারি’ ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল রাজ্যের শাসক দলের মন্ত্রীকে। এবার অভিনেতা হিসাবেও দেখা মিলবে ব্রাত্যর।
নতুন বছরেই নতুন ছবি নিয়ে ফিরছেন ব্রাত্য বসু। ছবির গল্পেও রয়েছে চমক। কবি জীবনানন্দ দাশের (jibanananda das) জীবনী ফুটে উঠবে ছবিতে। কবিকে পর্দায় ফুটিয়ে তুলবেন ব্রাত্য। তবে তিনি থাকছেন কবির বেশি বয়সের চরিত্রে। কম বয়সের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।
এ ছবির ভাবনা অবশ্য নতুন নয়। সেই ২০১৭ সালের শেষের দিকে শুরু হয়েছিল ছবির শুটিং। নাম ‘ঝরা পালক’। এতদিনে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। কিন্তু নানান বাধা বিপত্তিতে আটকে থেকেছে মুক্তি। তারপরেই আসে করোনার বাধা। এতবার বাধা পেতে পেতে অবশেষে আগামী বছরেই ছবিটিকে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।
বড়দিনেই সম্ভবত ছবির মুক্তির তারিখ ঘোষনা করতে পারেন তিনি। তার পর ২০২২ এর ফেব্রুয়ারিতে মুক্তির আলো দেখতে পারে ‘ঝরা পালক’। আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, আগামী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবিও হতে পারে ‘ঝরা পালক’।
ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যর ভূমিকায় দেখা যাবে ওপার বাংলা তথা এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। রাহুল এবং ব্রাত্য, দুই বয়সের কবির সঙ্গেই অভিনয় করবেন তিনি। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে নাকি উচ্ছ্বসিত জয়া।
এছাড়াও ছবিতে রয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সুপ্রিয় দত্তের মতো অভিনেতাদের। কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়। সুপ্রিয় দত্ত অভিনয় করবেন কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে এবং দেবশঙ্কর হালদারকে দেখা যাবে কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।