বাংলাহান্ট ডেস্ক : এবার দেশের নাম পরিবর্তন হল পাঠ্যপুস্তকেও। ইংরেজিতে ইন্ডিয়ার পরিবর্তে লেখা হল ভারত। পাঠ্যপুস্তকে দেশের নাম বদলের ক্ষেত্রে সর্বসম্মতিতে অনুমোদন দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। NCERT প্যানেলের সদস্য আইজ্যাক বলেছেন, এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে প্যানেলের সব সদস্য।
NCERT-সব বইয়ে তাই দেশের নাম India এর বদলে Bharat লেখা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, কয়েক মাস আগে প্রস্তাব জমা করে দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত লেখার আবেদন জানানো হয়। এরপর এই প্রস্তাবে অনুমোদন মিলল অবশেষে। দেশের নামের পরিবর্তনের পাশাপাশি NCERT জোর দিয়েছে পাঠ্যপুস্তকে হিন্দুদের বিজয় আখ্যান তুলে ধরার পক্ষে।
আরোও পড়ুন : পাত্তা পেল না বিয়ার, হুইস্কি! পুজোয় হিট দেশী, এই জেলাতে বিক্রি ৩০ কোটির বাংলা
অন্যদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে ব্রাত্য বসু বলেছেন, মনে হচ্ছে জুজুড় ভয়। কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া নামে জুজু দেখছে। অপরিণামদর্শিতা এটা। হিন্দুস্থান শব্দের ইংরেজি হতে পারে INDIA…এটাই নিকটে। সেখান থেকে অনেকটাই দূরে ভারত। আসলে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে INDIA জোট ও তার অন্যতম মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি আরো বলেন, মনে করি না এটা পুস্তক পর্যন্ত নামিয়ে আনা দরকার ছিল। প্রসঙ্গত, এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা খাড়্গেকেও৷ তিনি বলেছেন, ‘‘এমনটা হতই। সরকার নাম পরিবর্তন করা নিয়ে মেতে উঠেছে। কোনও উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে না, শুধু নাম পরিবর্তনের প্রকল্প চলছে। ‘ইন্ডিয়া’ নামের প্রতি হঠাৎ ঘৃণা কেন? কেন ৯ বছর ধরে ওরা অপেক্ষা করছিল?’’