বাংলা হান্ট ডেস্কঃ ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর প্রথমবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হল রাজ্য। প্রায় ৯ বছর পর হল নিয়োগ পরীক্ষা (SSC Exam 2025)। রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের সেই পরীক্ষা রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেয়।
কড়া নজরদারিতে সম্পন্ন হয় পরীক্ষা (SSC Exam 2025)
সকাল ১০টা থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। নথিপত্র পরীক্ষা করে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। দুর্নীতি রুখতে অ্যাডমিট কার্ডে বিশেষ বারকোড স্ক্যানার ব্যবহার করা হয়। পাশাপাশি প্রশ্নফাঁস যাতে কোনভাবে ফাঁস না হয় তার জন্য ছিল কড়া নজরদারি। কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁসের চেষ্টা করলেই ধরা পড়বে। এদিন কোথাও প্রশ্নফাঁস হয়নি বলেই কমিশন সূত্রে খবর।
পরীক্ষা (SSC Exam 2025) শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা
পরীক্ষা (SSC Exam 2025) শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু X হ্যান্ডেলে লেখেন, “আজ রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দপ্তর-সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই।” তিনি আশা প্রকাশ করেন যে আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষাও একইভাবে স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ চাকরি নেই যোগীরাজ্যে! বাংলায় এসে SSC পরীক্ষা দিয়ে বিস্ফোরক দাবি চাকরিপ্রার্থীদের
উল্লেখ্য, ২০১৬ সালের প্যানেলে নিয়োগ দুর্নীতির প্রমাণ পাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। তারপর থেকেই চাকরির দাবিতে শুরু হয়তো মূল উত্তেজনা। যোগ্য পরীক্ষার্থীরা চাকরি ফেরানোর দাবিতে শুরু করে আন্দোলন। দীর্ঘ ৯ বছর পর আবার অনুষ্ঠিত হল নিয়োগ পরীক্ষা (SSC Exam 2025)। এই পরীক্ষা নিয়ে নতুন করে আশা দিচ্ছে ভবিষ্যত চাকরিপ্রার্থীরা। রবিবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় কমিশন এবং পরীক্ষার্থীরা স্বস্তি পেয়েছেন।