বাংলাহান্ট ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জাতীয় শিক্ষানীতি (National Education Policy) কার্যকর করার প্রসঙ্গে রীতিমতো জল ঢাললেন। স্পষ্ট জানিয়ে দিলেন এই মুহূর্তে স্নাতক স্তরে (Graduation) চার বছরের পাঠক্রম শুরু করা হবে না। শিক্ষামন্ত্রী জানান, কমিটি তৈরি করা হবে উপাচার্যদের নিয়ে। সেই কমিটির মতামতের পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে কার্যকর করার বিষয় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে বিতর্ক।
প্রশ্ন উঠতে থাকে এবার কি এ রাজ্যে চার বছরে স্নাতকের পাঠক্রম শুরু হবে? কবে থেকে কার্যকর হবে সেই নিয়ম? এ বিষয়ে শিক্ষা মন্ত্রী শনিবার ভাষামেলায় বললেন, “এই বিষয়টি নিয়ে কোনও কথা বলব না। চার বছরের স্নাতক কোর্সের বিষয় উপাচার্যদের নিয়ে তৈরি করা হবে কমিটি। সেই কমিটি মতামত দেবে কিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই নিয়ম চালু করা যায়। এরপর এই বিষয়ে বলতে পারি।”
পাশাপাশি আজ শিক্ষামন্ত্রী এই ব্যাপারে আরও একটি সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, নতুন এই নিয়ম কার্যকর করার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। দরকার প্রয়োজনীয় পরিকাঠামোর। শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন যে আদৌ রাজ্যের সব বিশ্ববিদ্যালয় সেই পরিকাঠামো রয়েছে কিনা। ব্রাত্য বসু বলেন, “পরিকাঠামোর জন্য যে বিপুল পরিমাণ টাকার দরকার সেই নিয়ে চুপ রয়েছে ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)। স্বচ্ছ নির্দেশিকা চাই টাকা-পয়সার ব্যাপারে।”
এদিন ভাষামেলায় শিক্ষামন্ত্রী আরও বলেন, “বাংলা ভাষা পড়তেই হবে। সরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও পড়াতে হবে বাংলা ভাষা। বেসরকারি স্কুলেও বাংলা পড়ানো উচিত। আমরা ফতোয়া জারি করতে পারিনা। তবে আবেদন জানাতে পারি যেন প্রত্যেকটি স্কুলে বাংলা ভাষা পড়ানো হয়। বাংলা ভাষাকে উদযাপন করতেই মুখ্যমন্ত্রী ভাষা মেলা শুরু করেছেন। সারা দেশে এই উদ্যোগ প্রথম। এই রীতি যেন জারি থাকে।”