বাংলাহান্ট ডেস্কঃ প্রভুভক্ত কুকুরের থেকে সে যে কোন অংশে কম নয়, তা প্রমাণ করে দিল এক পোষ্য বিড়াল (cat)। একটা কুকুরের মতই প্রভুর ভালো বন্ধু হয়ে উঠতে পারে যে এক বিড়াল, তার নজির সৃষ্টি করল ভুবনেশ্বরের (Bhubaneswar) কপিলেশ্বরের এক বিড়াল।
বিড়ালটির বয়স প্রায় দেড় বছর। বিড়ালের প্রভু সম্পদ কে পরীদা জানিয়েছেন, তাঁদের পরিবারের এক সদস্যের মতই হয়ে গিয়েছে বিড়ালটি। নিজের মতই সে তাঁদের বাড়িতে আসে, খায়-দায়, ঘুমায়। আবার নিজের মতই ঘুরে বেড়ায়।
সম্প্রতি এই পরিবারকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন এই পোষ্য বিড়াল। সম্পদ কে পরীদা জানিয়েছেন, ঘরের দরজার সামনে একটি কোবরা সাপ দেখে আতঙ্কতি হয়ে পড়েন তাঁরা। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আতঙ্কিত হয়ে তাঁরা সাপের হেল্পলাইন নম্বরে ফোন করেন।
তবে তাঁদের আসতেও ৩০ মিনিট সময় লেগে যায়। আর এই সময়টা ঠায় সাপের চোখে চোখ রেখে দরজার সামনে দাঁড়িয়েছিল তাঁদের সেই পোষ্য বিড়াল। এক মুহূর্তের জন্যও সরেনি দরজা থেকে। পরিবারের সদস্যদের গায়ে বিন্দুমাত্র আঁচ আসতে দেয়নি সেই বিড়াল। সাহসী হয়ে একাই রুখে দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর বিষধারী কোবরা সাপের সম্মুখে।