বাংলা হান্ট ডেস্কঃ 2022 কাতার বিশ্বকাপের (Qatar World cup) প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে ফেলেছে ফিফা (Fifa)। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ গুলি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ শুরু করতে পারেনি লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন। করোনা ভাইরাসের কারণে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলি পিছিয়ে দিয়েছে ল্যাটিন আমেরিকা ফুটবল ফেডারেশন।
এই বছরের মার্চ মাসে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ গুলি শুরু হওয়ার কথা থাকলেও সেটি সাত মাস পিছিয়ে অক্টোবর মাস থেকে শুরু করতে চলেছে লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন। আর সেই কারণ ইতিমধ্যেই 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল দলের হেড কোচ তিতে।
8 ই অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করতে চলেছে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল দলকে নেতৃত্ব দেবে নেইমার।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাইপর্বের 23 সদস্যের ব্রাজিল দল:
ফরোয়ার্ড: নেইমার, রবার্তো ফিরমিনো, জেসাস, রিচার্লিসন, রদ্রিগো, এভারটন
মিডফিল্ডার: ডগলাস লুইস, ফিলিপে কুতিনহো, ক্যাসেমিরো, গিমারেজ, এভারটন, ফবিনহো
ডিফেন্ডার: তেলেস, ফেলিপে, থিয়াগো, দানিলো, লোদি, মেনিনো, রদ্রিগো, মার্কিনোউস,
গোলরক্ষক: আলিসন বেকার, ওয়েভারটন, স্যান্তোস