বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনাকে (Argentina) গুনে গুনে ৮টি গোল মারলো ব্রাজিল (Brazil)। অসহায়ের মত আত্মসমর্পণ করলো লা অ্যালবিসেলেস্তেরা। ম্যাচ জেতার পর বিজয় উল্লাসে মেতে উঠলেন ব্রাজিলের ফুটবলাররা। অপরদিকে লজ্জায় মুখ লুকিয়ে কোনওক্রমে সেই স্থান পরিত্যাগ করলে বাঁচেন আর্জেন্টিনার ফুটবলাররা। হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটলো জনপ্রিয় লাতিন আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় (Copa America)।
এতোটুকু শোনার পর আপনি নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন যে কোপা আমেরিকা তো সবে ২০২১ সালে আয়োজিত হয়েছে। ২০২০ সালে আয়োজিত হওয়ার করা কথা থাকলেও করোণা সংক্রমণের কারণে এক বছর পরে ব্রাজিলের মাটিতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। প্রাথমিকভাবে সেই প্রতিযোগিতাটি আর্জেন্টিনায় হওয়ার কথা ছিল কিন্তু ২০২১-এর মে মাসে সেই দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেওয়ায় সেটির ভেন্যু পরিবর্তন করে ব্রাজিলে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট।
মজার ব্যাপার ছিল যে সেই সময় ব্রাজিলেও করোনার করাল গ্রাস একইরকম ভাবে জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছিল। তাও লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশন এমন সিদ্ধান্ত কেন নিয়েছিল, বিশেষ করে যখন ২০১৯ সালেই ৪৬ তম কোপা আমেরিকা আয়োজন করা হয়ে গিয়েছিল, তা আজও রহস্য। অনেকে ব্যাখ্যা দিয়েছিলেন যে কনমেবল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সঙ্গে একই বছরে কোপা আমেরিকা প্রতিযোগিতাটি আয়োজন করতে চাইছিল। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন ওঠে তাহলে কি ২০১৯-এর পর ২০২৪ সালে সরাসরি ওই প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবা যেত না? যাই হোক, ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ট্রফি জয়ের পর এই সমস্ত প্রশ্ন নিয়ে কেউই বেশি ভাবনা চিন্তা করেননি।
তবে এই প্রতিবেদনে যে কোপা আমেরিকার কথা বলা হচ্ছে তা ফুটবলকে কেন্দ্র করে নয়, তা হলো বিচ ফুটবলকে কেন্দ্র করে। আর এই টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ লাতিন আমেরিকান প্রতিদ্বন্দ্বী। আর সেই ম্যাচেই আর্জেন্টিনাকে গুনে গুনে আটটি গোল মেরেছে ব্রাজিল। তার পাল্টা হিসেবে মাত্র দুটি গোল করতে পেরেছে আর্জেন্টিনা।
তবে শুধুমাত্র আর্জেন্টিনার বিরুদ্ধেই নয়। গ্রুপপর্বে সবকটি প্রতিপক্ষ দলকেই গোলের মালা পরিয়েছে। ব্রাজিলের গ্রুপে ছিল উরুগুয়ে, পেরু এবং ইকুয়েডর। এর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে ১৩-০ ফলে জিতেছে ব্রাজিল। গোটা গ্রুপ পর্বে তারা ৩৫ গোল করেছে এবং মাত্র ৭ গোল হজম করেছে। ব্রাজিল নিজের গ্রুপে প্রথম হয়ে সেমিফাইনালে পৌঁছেছে এবং ওই গ্রুপেই দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। দুই দল সেমিফাইনালে নিজে নিজে ম্যাচ জিতলে আবার ফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের।