মিড ডে মিল তো থাকছেই, এবার পড়ুয়ারা পাচ্ছে ব্রেকফাস্টও! মেনুতে রয়েছে পুষ্টিগুণ খাবার

বাংলাহান্ট ডেস্ক : দেশের সরকারি স্কুলে দুপুরবেলা মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তবে রাজ্যের প্রাথমিক স্কুলে ব্রেকফাস্টের রেওয়াজ নেই বললেই চলে। এবার পড়ুয়াদের শারীরিক ও মানসিক কথা ভেবে সকালবেলা ব্রেকফাস্টের আয়োজন করলেন মায়াপুর (Mayapur) পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে ১৮৮ জন ছাত্র ছাত্রী।

তাদের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাই ব্যবস্থা করছেন প্রাতঃরাশের। তীব্র গরমের জন্য রাজ্যের সব প্রাথমিক স্কুল সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। সকাল সাতটায় স্কুলে পৌঁছে যেতে হচ্ছে পড়ুয়াদের। তবে শিক্ষক-শিক্ষিকারা লক্ষ্য করেছেন অত তাড়াতাড়ি স্কুলে আসার জন্য অধিকাংশ পড়ুয়াই অভুক্ত থাকছে। খালি পেটেই তারা চলে আসছে ক্লাস করতে। মিড ডে মিলের খাবার খেতে খেতে দশটা বেজে যায়। 

আরোও পড়ুন : TRP-র অভাবে লালবাতি! মাত্র ৪ মাসেই সফর শেষ জি বাংলার জনপ্রিয় মেগার

তাই মাঝের তিন ঘন্টা খালি পেটেই ক্লাস করতে হয় পড়ুয়াদের। দীর্ঘক্ষণ খাদ্য না পাওয়ায় অনেকেই ঝিমিয়ে পড়ে বলে লক্ষ্য করেছেন শিক্ষক শিক্ষিকারা।এই অবস্থা লক্ষ্য করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাই ঠিক করেন পড়ুয়াদের বিনামূল্যে ব্রেকফাস্ট দেওয়ার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ পড়ুয়াদের শারীরিক পুষ্টি ও পড়াশুনার কথা চিন্তা করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করেন।

IMG 20240627 132450

তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যতদিন মর্নিং স্কুল চলবে, ততদিন পড়ুয়াদের ব্রেকফাস্ট দেওয়া হবে স্কুলের তরফে। ব্রেকফাস্টে পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য পরামর্শ নেওয়া হয়েছে চিকিৎসকের। বিস্কুট, কর্নফ্লেক্স, কেক, মুড়ি ইত্যাদি খাবার সপ্তাহের বিভিন্ন দিন দেওয়া হচ্ছে পড়ুয়াদের। মিড ডে মিলের পাশাপাশি সকালে ব্রেকফাস্ট পাওয়ার স্বাভাবিক ভাবে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সবাই।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর