Breaking News: গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো, তুলকালাম রাজ্য রাজনীতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়া খেলার সময় গ্রেফতার সিএম একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি কক্ষে জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে।

প্রায় ৩৫ দিন পর শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কথা চলছে। তথ্য প্রকাশ্যে এসেছে যে শিন্ডে গোষ্ঠীর বিধায়ক আব্দুল সাত্তার TET কেলেঙ্কারির সাথে জড়িত। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের আগে একনাথ শিন্ডের ভাইপোকে গ্রেপ্তার করা শিন্ডে সরকারের জন্য আরেকটি অশুভ বার্তা বহন করছে।

মীরা-ভায়ান্দর ও ভাসাই-ভিরারের অপরাধ দমন শাখা  মীরা রোডের হোটেল জিসিসি ক্লাবে বেআইনি জুয়া খেলার খবর পেয়েছিল। এরপর হোটেলে অভিযান চালান পুলিশ পরিদর্শক অভিরাজ কুর্হাদে। হোটেলের ৭৯৪ নম্বর কক্ষে জুয়া খেলছিল ১০ জন। এর সঙ্গে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডেও। পুলিশ তাদের সবাইকে হেফাজতে নিয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

X