Vivo এর সঙ্গে বিচ্ছেদ! IPL-এর টাইটেল স্পনসরের দৌড়ে এগিয়ে কোন সংস্থা?

বাংলাহান্ট ডেস্কঃ চাপে পড়ে মঙ্গলবারই আইপিএলের টাইটেল স্পনসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। বিসিসিআই সেই বিচ্ছেদের কথা সরকারি ভাবে ঘোষণা করেছে বৃহস্পতিবার। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএলের নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে দিয়েছে।

আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে দৌড়ে এগিয়ে রয়েছে শিক্ষা বিষয়ক অ্যাপ বাইজু। এছাড়াও আইপিএলের টাইটেল স্পনসরের দৌড়ে রয়েছে ই-কমার্স ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যামাজন। যদিও এই মুহূর্তে টিম ইন্ডিয়ার স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে বাইজু।

121433042abbdcc0f8a90b7d7de014605e24b284c392d9fb3c1f619f1716d3f0364ca62a9

এছাড়াও আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে টেক্কা দিচ্ছে ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন। এছাড়াও আমাজনকে কড়া টক্কর দিতে পারে কোকাকোলা, মাই সার্কেল ইলেভেন, ইউএন অ্যাকাডেমি। আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে বাজি ধরেছে অনিল আম্বানির রিলায়েন্স সংস্থা এবং মুকেশ আম্বানির জিও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর