তার রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত! তবু হতাশ হিটম্যানকে T20 বিশ্বকাপ খেলার জন্য উদ্বুদ্ধ করলেন ব্যাজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হারের পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) গোটা টুর্নামেন্টে ভারতীয় দলকে (Indian Cricket Team) দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়ে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন। ভারত ফাইনালে হারার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (2024 T20 World Cup) তিনি খেলবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তবেই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও আগ্রাসী ওপেনার ব্র‍্যান্ডন ম্যাককালামকে (Brendon McCullum)। তিনি জানিয়েছেন তিনি রোহিতের সাহসী অধিনায়কত্ব পছন্দ করেন। রোহিত শর্মাকে একজন দক্ষ লিডার বলে অভিহিত করেছেন তিনি। যদিও সদ্য সমাপ্ত বিশ্বকাপে হিটম্যান তারই একটা বড় রেকর্ড ভেঙে দিয়েছে।

রোহিত শর্মার নিজের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা বেছে নিয়েছিলেন। পিচ এবং পরিস্থিতি যাই হোক না কেন, রোহিত শর্মা প্রতি ম্যাচেই বিপক্ষ দলের ফাস্ট বোলারদের বিরুদ্ধে নিজের আগ্রাসী স্বভাব বজায় রাখছেন। যতক্ষণ ব্যাট হাতে মাঠে থাকছেন ততক্ষণ বিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করাটাই তার কাজ হয়ে উঠেছিল।

rohit 87

তার এই ভূমিকার জন্য রোহিত এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি শতরান এবং অর্ধশতরান হাতছাড়া করেছেন। কিন্তু তার এই মনোভাব পরের দিকে ব্যাটিং করতে নামা ব্যাটারদের বাড়তি সুবিধা করে দিচ্ছে। তাদের প্রাথমিকভাবে রানের গতির ওপর গুরুত্ব দিতে হচ্ছে না এবং সেট হয়ে নিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছেন তারা।

আরও পড়ুন: বিশ্বকাপে হয়নি জায়গা! রশিদ খানকে পেছনে ফেলে বিশ্বসেরা হয়ে BCCI-কে জবাব দিলেন এই তারকা

তবে গত বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে ওডিআই বিশ্বকাপে সর্বাধিক শতরান করার রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত। আর সেমিফাইনালে ও ফাইনালে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলে তিনি টপকে গিয়েছেন কিংবদন্তি কিউয়ি ওপেনার ম্যাককালামকে!

আরও পড়ুন: মোদীর পাশাপাশি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত সচিন ও কোহলি! কবে হবে অনুষ্ঠান?

এর আগে কোনও একটি নির্দিষ্ট বিশ্বকাপের ক্ষেত্রে প্রথম ১০ ওভারে সবচেয়ে বেশি রান তোলার হিসাবে সবচেয়ে বেশি এগিয়েছিলেন কিউয়ি কিংবদন্তি। ২০১৫ বিশ্বকাপে তিনি গোটা টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচের প্রথম দশ ওভার মিলিয়ে মোট ৩০৮ রান করেছিলেন। ফাইনাল ম্যাচের আগেই রোহিত শর্মার তাকে অতিক্রম করে গিয়েছিলেন এবং এই বিশ্বকাপে প্রথম দশ ওভারগুলি মিলিয়ে রোহিত শর্মার রান সংখ্যা ৩৬৪।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর