মোদীর পাশাপাশি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত সচিন ও কোহলি! কবে হবে অনুষ্ঠান?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাম মন্দিরের (Ram Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার অদূর ভবিষ্যতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সাথে ভারতীয় দলের (Indian Cricket Team) দুই কিংবদন্তি ক্রিকেটারও আমন্ত্রিত হচ্ছেন।

২০২৪ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ এই অনুষ্ঠানের দিন ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই সেরা তারকা সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) এবং বিরাট কোহলি (Virat Kohli) আমন্ত্রিত হয়েছেন। সচিন তো বটেই, বর্তমান সময়ে দেখা দিয়েছে বিরাট কোহলিও একাধিক মন্দিরে গিয়ে নিজের স্ত্রী অনুষ্কা শর্মার সাথে বসে প্রার্থনা করেছেন। নিশ্চিত ভাবেই বলা যায় আমন্ত্রণ যদি সত্যি সত্যি তারা পেয়ে থাকেন তাহলে তাদেরকে এই বিশেষ মুহূর্তে অযোধ্যায় দেখা যেতে পারে।

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী জানা যাচ্ছে যে বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শিল্পপতি রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি ছাড়াও আরও নানান ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। প্রায় ৬,০০০ পুরোহিত এবং সাধু ওই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: ‘মমতা চোর’ লেখা টি-শার্ট পরার জের! শুভেন্দুর বিরুদ্ধে একাধিক থানায় দায়ের অভিযোগ

বিরাট কোহলি আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন। ডিসেম্বর মাসের শেষে তিনি আবার মাঠে ফিরবেন। জনগণের শুরুতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনি একটি টেস্ট ম্যাচ খেলবেন। তারপর জানুয়ারিতেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলা আফগানিস্তান সিরিজে তিনি অংশগ্রহণ করবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: হাতে নেই কোহলি বা রোহিত! দক্ষিণ আফ্রিকার মাটিতে মান বাঁচাতে BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

২০২৩ সালের ধারা অনুযায়ী আগামী বছরেও যদি নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রাখেন বিরাট কোহলি তাহলে রাম মন্দিরের উদ্বোধনের সময় তিনি ফাঁকাই থাকবেন। সেক্ষেত্রে সচিনের সঙ্গে তার অনুষ্ঠানে অংশগ্রহণ কোনভাবেই বাধাপ্রাপ্ত হবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর