ভাইরাল ভিডিও: অফিস থেকে মেলেনি ছুটি, ল‍্যাপটপ কোলে নিয়েই বিয়ে সারলেন কনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেশে করোনা মহামারি শুরু হওয়ায় সামাজিক সংক্রমণ এড়াতে এক জায়গায় বেশি লোক সমাগম বন্ধ করে দিয়েছে সরকার। তাই বাধ‍্য হয়ে অনেকেই বিয়ের অনুষ্ঠান করাও স্থগিত রেখেছেন। আবার অনেকে এর মধ‍্যেই সরকারি নিয়ম মেনে লোক সমাগম এড়িয়ে বিয়ে সেরেছেন।
লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই ওয়ার্ক ফ্রম হোমের ব‍্যবস্থা করেছিল সব অফিস। এতে সুবিধা হয়েছে যে জরুরি কোনও কাজ সারতে হলে ছুটি নেওয়ার দরকার নেই। কাজের ফাঁকেই টুক করে সেরে নেওয়া যায় জরুরি কাজ। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের দরুন যদি বিয়ের দিনও ছুটি না পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো?
বিয়ের সাজেই কাজে ব‍্যস্ত কনে
সোশ‍্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের সাজেই কোলে ল‍্যাপটপ ও কানে মোবাইল নিয়ে অফিসের কাজ সারছেন কনে। বিয়ের অনুষ্ঠানে মঞ্চের ওপর সেজেগুজে ফোন ও ল‍্যাপটপ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। পাশে হবু বরকেও দেখা গিয়েছে ভিডিওতে। ভিডিওটি এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।


কাজের ফাঁকে ফোনেও চলছে কথাবার্তা
ভিডিওতে দেখা যাচ্ছে, ল‍্যাপটপে কাজ করতে করতে ফোনেও কারওর সঙ্গে কথা বলছেন কনে। সম্ভবত ফোনে তিনি পরামর্শ নিচ্ছেন মাতে যত দ্রুত সম্ভব কাজ মিটিয়ে ফেলা যায়।

https://twitter.com/dineshjoshi70/status/1278965451666657281?s=19

নানান মন্তব‍্য করছেন নেটিজেনরা
ভিডিওর ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘যদি আপনি মনে করেন আপনার ওপরেই কাজের চাপ রয়েছে তাহলে এই ভিডিও দেখুন’। তবে ভিডিও দেখার পর কয়েকজন বলেছেন এই ভিডিওটি পুরনো। অনেকেই নানা মজার মন্তব‍্যও করেছেন। একজন লিখেছেন, ‘লোকজনের সঙ্গে বারবার হেসে হেসে আলাপ করার থেকে কাজ করা ভাল।’ আবার আরেকজন লিখেছেন, ‘উনি কাজ করার নাটক করছেন। সেই জন‍্যই এত শোরগোলের মধ‍্যেও ফোনের কথা শুনতে পাচ্ছেন।’

সম্পর্কিত খবর

X