দেহে করোনার লক্ষণ নিয়েই বিয়ে, তিন দিন পর মৃত্যু বরের, সংক্রমিত আরও বহু

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল, তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গেছিলেন বিহারের এক যুবক। ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পর দিনই মারা গেলেন তিনি। যুবকের নাম অর্জুন। অসাবধানতার  এই চরম নমুনাটি ঘটেছে উত্তরপ্রদেশের। সদ্য বিবাহিত যুবকটি মারা তো গেলেনই, সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে দিয়ে গেলেন এই মারণ রোগ।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, ২৫ এপ্রিল ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার তিনদিন বর মারা যায়। জানা যায়, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। প্রথমে পরিবারের লোকজন মনে করছিলেন অতি উত্তেজনায় জ্বর এসেছে তারা। কতটা নিরক্ষর হলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যাঁরা বিয়েতে অংশ নিয়েছিলেন তাঁদের শরীরেও করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাঁদেরও টেস্ট করা হয় এবং অনেকজন নতুন করে সংক্রমিত হিসাবে ধরা পড়েন।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে ভারতের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে করোনায় প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন দিনপ্রতি দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য হাহাকার। রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ। শ্মশানে পোড়া লাশের গন্ধ।এমন অবস্থাতেও গ্রামীন ভারত যে এখনও সতর্ক নয় এই ঘটনা ফের প্রমাণ করে দিল।


Udayan Biswas

সম্পর্কিত খবর