দুর্দান্ত পার্টনারশিপে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ছুটছে রুট-বেয়ারস্টো জুটি, চতুর্থ দিনের শেষে চাপে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ হওয়ার পর একটু চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই জায়গা থেকে ভারতকে স্বস্তি দিয়েছিলেন অধিনায়ক যশপ্রীত বুমরা। ওপেনার জ্যাক ক্রলিকে (৪৬) অবাক করে দিয়ে ইনসুইংয়ে স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তার। সেট হওয়ার আগেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান পক্ষে ফিরিয়ে দিয়ে ভারতকে ম্যাচের দখল এনে দেন তিনি। উপরি পাওনা হিসাবে ৫৬ রানে ব্যাট করতে থাকা অ্যালেক্স লিস, রুটের সাথে ভুল বোঝাবুঝিতে আউট হন। মাত্র দুই রানের মধ্যে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড।

সেখান থেকে প্রথমে ধৈর্যের সাথে এবং পরে ভারতীয় বোলিংকে পাল্টা আক্রমণ করে ধীরে ধীরে ম্যাচের দখল ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে থাকেন জো রুট এবং জনি বেয়ারস্টো। চতুর্থ দিনের শেষে যখন প্লেয়াররা প্যাভেলিয়নে ফেললেন তখন দুজনে মিলে জুড়ে দিয়েছেন ১৫০ রানের অপরাজিত পার্টনারশিপ। বুমরা, শামি, সিরাজ শার্দুল জাদেজা কেউই কোনো প্রভাব ফেলতে পারেনি এই দুই ব্যাটারের উপর। পঞ্চম দিনের খেলায় ইংল্যান্ডকে তুলতে হবে আর মাত্র ১২০ রান। একসময় পাহাড়প্রমাণ দেখাতে থাকার লক্ষণ যেন আচমকাই হাতের নাগালের মধ্যে চলে এসেছে। থেকে ভারতকে জিততে হলে তুলতে হবে ৭ টি উইকেট।

প্রথম ভুলটা ভারত করেছিল দিনের শুরুতে। ৩০০ রানের লিড আসার পরই গা-ছাড়া ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় ব্যাটিং লাইনআপকে। দিনের শুরুতে চতুর্থ উইকেট হিসাবে ব্যক্তিগত ৬৬ রানে চেতেশ্বর পুজারা আউট হওয়ার পর আর ১০০ রানও তুলতে পারেনি ভারত। যে লোয়ার মিডল অর্ডারের দৌড়াতে ভারত গত ইনিংসে চারশোর গণ্ডি পেরিয়ে দিয়েছিল সেই ক্রিকেটারদেরই দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত সাদামাটা দেখালো ইংল্যান্ডের শর্ট বলের আক্রমণের সামনে। সে লক্ষ্যটা ৩৭৭ এ গিয়ে দাঁড়িয়েছিল তা অনায়াসেই ৪০০-৪৫০ অবধি নিয়ে যাওয়া যেত বলে মত বিশেষজ্ঞদের।

জনি বেয়ারস্টো নিজে কথা দিয়েছিলেন ইংল্যান্ড ভক্তদের যে ভারত যত বড় টার্গেটই রাখুক না কেন তারা রান তাড়া করবেন। আর ঠিক সেটাই করলেন তারা। দিনের শেষে ১১২ বল খেলে ৭৬ রানের অপরাজিত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথমে দেখে খেললেও পরে আক্রমনাত্মক ব্যাটিং করে ৮৭ বলে ৭২ রান করে অপরাজিত জনি বেয়ারস্টোও। ভারতের কাছে এখন একমাত্র আশা যে কাল যখন আবার এই ২ ব্যাটার নামবেন তখন দুজনকে আবার নতুন করে সেট হতে হবে। সেই সুযোগে যদি প্রথমেই দুটো উইকেট তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে ম্যাচে ফেরার অসম্ভব নাও হতে পারে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর