পান্থের বদলে চাই সাহাকে, হেডিংলির ব্যার্থতার পর আলোড়ন শুরু সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ ঋষভ পান্থ এবং ঋদ্ধিমান সাহার কেরিয়ার যেন নির্ভর করে একে অপরের ব্যর্থতায়। একজন ব্যর্থ হলেই খোঁজ পরে অপরজনের। একদিকে পান্থকে যখন দেখা হচ্ছে ভারতের ভবিষ্যৎ হিসেবে তখনই অন্যদিকে কেরিয়ারের একদম শেষ লগ্নে ঋদ্ধিমান। কিন্তু উইকেট কিপিং গ্লাভস হাতে ভারতকে একের পর এক সাফল্য এনে দেওয়া ঋদ্ধিমান সাহার নাম ফের একবার উঠে এলো সমর্থকদের মুখে।

আসলে গত কয়েক ম্যাচ ধরেই লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন পান্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের পাঁচটি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৫, ৩৭, ২২, ২ ও ১ রান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রান আসেনি তার ব্যাট থেকে এক ইনিংসে ৪ এবং অন্য ইনিংসে ৪১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। আর তার জেরেই ফের একবার সামনে উঠে আসছে সাহার নাম, বিশেষত হেডিংলিতে যেভাবে ধ্বসে পড়েছে ভারতীয় ব্যাটিং অন্যতম শিকার ছিলেন পান্থও। কখনোই মনে হয়নি, আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজ বোলারদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছেন তিনি।

এবার তাই সমর্থকদের অনেকেই চাইছেন ভারতীয় দলে আসুক বদল, পান্থের বদলে খেলানো হোক সাহাকে। ইশান্তের বদলে দলে আসুন রবীচন্দ্রন অশ্বিনের মত অভিজ্ঞ অফ স্পিনাররাও। একজন নেট নাগরিক তো এও লেখেন, ‘পান্থের মত সমসুযোগ ঋদ্ধিমান সাহারও পাওয়া উচিত।’ একথা ঠিক যে ব্যাটসম্যান হিসেবে পান্থের মতো মারমুখী ইনিংস কমই রয়েছে ঋদ্ধির। কিন্তু লোয়ার অর্ডারে রবীচন্দ্রন অশ্বিনদের সাথে তাল মিলিয়ে বড় ইনিংস খেলার ইতিহাস রয়েছে সাহারও। ওয়েস্ট ইন্ডিজের মত বিদেশের মাটিতে সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে।

যদিও প্রায় ৩৭ বছর বয়সী সাহার ভারতীয় দলে কামব্যাক করা কতটা সম্ভব তা বলে দেবে সময়ই। তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে ঋদ্ধিকে নিয়ে শোরগোল তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। আদতে হেডিংলিতে দুই ইনিংসেই যেভাবে ভেঙে পড়েছে ভারতীয় দল, তাতে ভীষণভাবেই হতাশ সমর্থকরা। ভারতের ফের একবার সিরিজে কামব্যাক দেখতে মরিয়া তারা। আর সেই কারণেই উঠছে নানা রকমের আর্জি।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর