জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন এই ৫ টি জিনিস! ঘুরে যাবে ভাগ্যের চাকা, প্রতিটি ক্ষেত্রে হবে উন্নতি

বাংলা হান্ট ডেস্ক: আগামী সোমবার অর্থাৎ ২৬ অগাস্ট মহাসামারোহে পালিত হবে জন্মাষ্টমী (Krishna Janmashtami)। বৈদিক শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমী তিথির বিশেষ সুপ্রভাব রয়েছে। জানিয়ে রাখি যে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই পুণ্য দিনটি পালিত হয় জন্মাষ্টমী (Krishna Janmashtami) হিসেবে। এই দিনটিতে বাড়িতে কিছু বিশেষ জিনিস রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৫ টি জিনিসের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলি জন্মাষ্টমীর দিন বাড়িতে আনার মাধ্যমে পরিবারে আসবে সুখ-সমৃদ্ধি এবং শান্তি।

জন্মাষ্টমীর (Krishna Janmashtami) দিন বাড়িতে আনুন এই ৫ টি জিনিস:

১. শঙ্খ: জন্মাষ্টমীর (Krishna Janmashtami) পূণ্য দিনে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আসুন এবং সেটির পুজো করে অর্থ রাখার জায়গায় রেখে দিন। শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলা হয়। এটি সঠিকভাবে মেনে চললে আপনার বাড়িতে অর্থের অভাব ঘটবে না।

   

২. ময়ূরের পালক: ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক থাকে। এমতাবস্থায়, জন্মাষ্টমীর (Krishna Janmashtami) দিন বাড়িতে এই পালক বাড়িতে এনে শ্রীকৃষ্ণের কাছে রেখে দিন। পরে সেটি আপনার গলায় ধারণ করুন। এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন।

Bring home these 5 things on Krishna Janmashtami day.

৩. তুলসীর মালা: ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রজপের জন্য তুলসীর মালা ব্যবহার করুন। জন্মাষ্টমীর (Krishna Janmashtami) দিন এই মালা বাড়িতে এনে সেটির পুজো করুন। এর ফলে বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন: আজব কাণ্ড! পাকিস্তানের পার্লামেন্ট এবার ধেড়ে ইঁদুরের দখলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে শিকারি বিড়াল

৪. বাঁশি: জন্মাষ্টমীর (Krishna Janmashtami) এই বিশেষ দিনে বাড়িতে বাঁশি নিয়ে আসুন। এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। এই বাঁশি আপনি ঠাকুর ঘরে রেখে দিন। বাস্তু মতে, বাড়িতে বাঁশি রাখলে সব ধরণের দোষ এবং ত্রুটি দূর হয়।

আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরার সময় টানা ৪৬ মিনিট পাকিস্তানে ছিল মোদীর বিমান! তুমুল হইচই ইসলামাবাদে

৫. রুপোর গরু: জন্মাষ্টমীর (Krishna Janmashtami) এই দিন রুপোর তৈরি গরু এবং বাছুর বাড়িতে নিয়ে আসুন। তারপরে সেটি রেখে দিন বাড়ির বৈঠক ঘরে। এর ফলে বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি তৈরি হবে এবং সুখ-শান্তি বজায় থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর