বাংলাহান্ট ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। সেই কারণে নিজেদের নাগরিকদের উদ্দেশ্যে গত শুক্রবার ‘ট্রাভেল অ্যাডভাইসারি’ জারি করল ব্রিটেন, আমেরিকা ও কানাডা। এদেশে থাকা নিজেদের দেশের নাগরিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ওই অ্যাডভাইসারিতে।
কাজের সূত্রে বা নিছক ভ্রমণের উদ্দেশ্যে ব্রিটেন থেকে যারা ভারতে এসেছেন তাদের জন্য ওই অ্যাডভাইসারিতে বলা হয়েছে, “ভারতের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ কর্মসূচী চলছে। উত্তর-পূর্ব ভারত, বিশেষত অসম ও ত্রিপুরাতে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। গুয়াহাটিতে কার্ফু জারি হয়েছে, অসমের ১০টি জেলায় ইন্টাপনেট পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে পরিবহনের সমস্যাও হতে পারে।” অ্যাডভাইসারিতে আরও বলা হয়েছে, ওইসব অংশে যদি যাওয়ার একান্তই দরকার হয় তবে স্থানীয় রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করতে। স্থানীয় প্রশাসনের নির্দেশও মানতে বলা হয়েছে অ্যাডভাইসারিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভাইসারিতেও একই নির্দেশ উল্লেখ করা হয়। এছাড়াও কিছুদিনের জন্য ওই দেশের নাগরিকদের অসমে যাওয়াও বাতিল করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তুমুল বিক্ষোভ জারি রয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের গুয়াহাটি। পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্য সরকারই বিরোধিতা করছে এই বিলের। এই বিলকে ‘অসাংবিধানিক’ বলেও উল্লেখ করেছেন অনেক রাজনৈতিক নেতা।
বিল নিয়ে এই বিক্ষোভে প্রভাবিত হয়েছে আন্তর্জাতিক মহলও। শেষ মুহূর্তে ভারতে সফর বাতিল করেছেন বাংলাদেশের দুজন মন্ত্রী। গুয়াহাটিতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকও বাতিল হয়েছে।