ক্যাব প্রতিবাদ: বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন ফিরহাদ হাকিম

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে ক্যাবের বিরোধিতায় সরব হয়ে প্রতিবাদ চলছে। অসমের তিনসুকিয়া থেকে শুরু করে ত্রিপুরার আগরতলাা কিংবা মেঘালয় সর্বত্রই শুধু আমরা ক্যাব মানছি না মানব না স্লোগান। এবা ক্যাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। ক্যাবের প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। শুক্রবার সকাল থেকে রাজ্যে বিভিন্ন প্রান্ত বিশেষ করে উলুবেড়িয়ায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে অহিন্দু সম্প্রদায়ের মানুষজন।

যদিও পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লী, পাঞ্জাব ও আরও চারটি রাজ্যেও ক্যাব বিরোধিতা শুরু হয়েছে। কিন্তু কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে ক্যাবের বিরোধিতা শুরু হয়েছে তাতে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আর সেই কাজকে সমর্থন করলেন না কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের পুরও নগোরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

রাজ্যের মানুষকে অশান্তি না ছড়ানোর বার্তা দিয়ে রাজ্য জুড়ে শান্তি আব্যাহত রাখার পরামর্শ দিলেন ববি হাকিম। তাঁর কথায় এ শুধু হিন্দু বা  মুসলিমের নয় গোটা দেশের মানুষের সমস্যা। তাই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি জানান অশান্তি ছড়িয়ে আদতে বিজেপিকে সমর্থন করা হচ্ছে। তাই রাজ্যে অশান্তি আঁচর পেয়ে অমিত শাহ হাসছেন। একইসঙ্গে তিনি আরও বলেন এই আন্দোলনের জন্য হিন্দু ও মুসলিমদের ঐক্য নষ্ট হচ্ছে। তাই এভাবে পথ অবরোধ করে মানুষের সমস্যা না সৃষ্টি করার বার্তা দেন তিনি।

পাশাপাশি, রাজ্যের মুথ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা মিছিলে সকলকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। অন্যদিকে বিজেপিকে তোপ দেগেছেন ববি হাকিম। তাই রাজ্যের মানুষ যদি এভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে তাহলে ৭০ শতাংশ মানুষ বিজেপিতে চলে যাবে । এবং রাজ্যে বিজেপি আসলে উত্তরপ্রদেশের মতো সকলকে মাথা নত করে থাকতে হবে। এমনটাও বলেন ববি হাকিম।

সম্পর্কিত খবর