মোদির দেখানো পথ অনুসরণ করলো ব্রিটেনও,হাততালি দিয়ে জানালেন ধন্যবাদ

 

বাংলা হান্ট ডেস্ক : চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। পৃথিবীর উন্নতশীল দেশ গুলিও হিমশিম খেয়েছে করোনা ভাইরাস কে বাগে আনতে। করোনা ভাইরাসের থাবায় কার্যত শ্মশানে পরিণত হয়েছে ইতালি।

অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঢুকে গিয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। এই প্রথম কোনও ভাইরাসের এমন ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করলো গোটা বিশ্ব।

modi 42

ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোটা ভারত জুড়ে ২১ দিন লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।

লকডাউন ঘোষণা হওয়ার আগে গত ২২ শে মার্চ গোটা দেশ জুরে জনতা কারফিউর ডাক দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন বিকেল পাঁচটায় তিনি ডাক্তার, নার্স, মিডিয়া কর্মী, পুলিশ ইত্যাদি জরুরি বিভাগের সঙ্গে যারা যুক্ত তাদের হাততালি ও থালা বাসন বাজানোর মাধ্যমে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করেন দেশবাসীর কাছে।তার কথা মতন ২২ শে মার্চ বিকাল পাঁচ টায় গোটা ভারতবাসী হাততালি ও থালাবাসন বাজানোর মাধ্যমে তাদের ধন্যবাদ জানান।

modi 2

এবার মোদীর দেখানো পথ অনুসরন করলো ব্রিটেনও। ইতিমধ্যেই ব্রিটেনেও থাবা বসিয়েছে মারণ রোগ করোনা ভাইরাস। ইতিমধ্যেই করোনা ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে রাজপরিবারের সদস্যও। প্রিন্স চার্লসের ধরা পড়েছে করোনা ভাইরাস। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সংক্রমণ রুখতে গোটা দেশের নাইট ক্লাব, থিয়েটার, পাব, জিম ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়াও ভারতকে অনুসরণ করে ২৬ মার্চ গোটা ব্রিটেনের মানুষ হাত তালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিকিৎসক ও জরুরি পরিষেবায় সংযুক্ত সকল কর্মীদের।


Udayan Biswas

সম্পর্কিত খবর