বাংলা হান্ট ডেস্ক: এবার ব্রিটেনে (Britain) ঋষি সুনাকের (Rishi Sunak) সরকার ভারতবিরোধী খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, খালিস্তানি ফান্ডিং নেটওয়ার্কের পিঠ ভাঙতে গঠিত বিশেষ টাস্ক ফোর্স খালিস্তান সমর্থকদের ৩০০ টিরও বেশি ব্যাঙ্ক সিজ করেছে এবং প্রায় ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।
দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ থেকে সন্দেহজনক লেনদেন ট্র্যাক করেছে টাস্ক ফোর্স। সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদপত্র লিখেছে যে, খালিস্তানপন্থী শিখস ফর জাস্টিসের অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, শিখ ফর জাস্টিস স্কটল্যান্ডে খালিস্তানের সমর্থনে একটি সমাবেশের আয়োজন করতে এই অর্থ সংগ্রহ করেছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছর ভারতের প্রবল চাপের পরে, “খালিস্তানপন্থী চরমপন্থা” মোকাবিলায় ব্রিটেনে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। অজিত ডোভালের সাথে দেখা করার পর ভারতে এসে ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী টম টুঙ্গেনধাত এই টাস্ক ফোর্সের জন্য প্রায় ১ কোটি টাকার ফান্ডিং প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: স্বাধীনতার সঙ্গে জড়িত, ইস্টবেঙ্গলের মশাল লোগোর ইতিহাস জানলে গর্ব করবেন
সংবাদপত্র সূত্রে জানা গেছে যে, গত বছর গঠিত ব্রিটিশ টাস্ক ফোর্সের ওয়াচ লিস্টে পাঁচ হাজারের বেশি অ্যাকাউন্ট রয়েছে। টাস্ক ফোর্স এই অ্যাকাউন্টকে দুইভাগে ভাগ করেছে। প্রথম নম্বরে সেই অ্যাকাউন্টগুলি রয়েছে যেগুলি সরাসরি খালিস্তানি নেতাদের। অন্য অ্যাকাউন্টগুলি খালিস্তানি সমর্থকদের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একবারে ৫০ হাজার টাকার বেশি লেনদেন হলেই বিশদ বিবরণ বার করা হচ্ছে।
আরও পড়ুন: বড় খবর! ভারতের প্রতি মুগ্ধ হয়ে ১৫ বছরে ৮ লক্ষ কোটি বিনিয়োগ করবে এই চার দেশ, সম্পন্ন হল চুক্তি
শুধু তাই নয়, আমেরিকায় খালিস্তানি সমর্থকদের নেটওয়ার্ক ভাঙতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর সঙ্গেও যোগাযোগ করেছে ব্রিটিশ টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের একজন আধিকারিক সংবাদপত্রকে জানিয়েছেন যে, খালিস্তানি নেতাদের ফান্ডিং বন্ধ করতে আগামী মাসে একটি দল আমেরিকায় যাবে।