অফরোডে শক্তিশালী হিমালয়ান ৪৫০, প্রশিক্ষণের ময়দানে ব্রিটিশ সেনার নতুন সঙ্গী ভারতীয় বাইক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ব্রিটিশ সেনাবাহিনী আবারও ভরসা রাখল ভারতীয় সংস্থা রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Himalayan 450) উপর। সম্প্রতি একটি নতুন চুক্তির মাধ্যমে রয়্যাল এনফিল্ডের যুক্তরাজ্য শাখা ব্রিটিশ সেনাবাহিনীর হাতে প্রশিক্ষণের জন্য তুলে দিয়েছে চারটি হিমালয়ান ৪৫০ মোটরসাইকেল। এর মাধ্যমে একশো বছরেরও বেশি পুরনো সম্পর্কের যোগসূত্র আরও দৃঢ় হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন রয়্যাল এনফিল্ডের বাইক ব্রিটিশ সেনার অন্যতম হাতিয়ার ছিল, তেমনই এবারও নতুন প্রজন্মের বাইক তাদের প্রশিক্ষণে বিশেষ ভূমিকা নেবে।

ব্রিটিশ অফরোডিংয়ে ভরসা হিমালয়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450)

প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তে হিমালয়ান ৪৫০-ই (Royal Enfield Himalayan 450) বেছে নিল ব্রিটিশ সেনা? এর উত্তর লুকিয়ে রয়েছে বাইকটির অফরোডিং ক্ষমতায়। হিমালয়ান ৪৫০ মডেলে রয়েছে ৪৫২ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৯ হর্সপাওয়ার শক্তি এবং ৪০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। সঙ্গে আছে ২০০ মিমি ট্র্যাভেল সাসপেনশন, যা কঠিন ভূখণ্ডেও আরামদায়ক ও স্থিতিশীল রাইড নিশ্চিত করে। এই বৈশিষ্ট্যগুলিই একে কঠোর পরিস্থিতির জন্য আদর্শ মোটরসাইকেলে পরিণত করেছে।

আরও পড়ুন:ঠিক কোন শর্তে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে হতে পারে উন্নতি? জানালেন শরিফ

ইতিমধ্যেই ১০ সেপ্টেম্বর থ্রাক্সটন সার্কিটে অনুষ্ঠিত ‘আর্মি মোটরস্পোর্ট ডে’-তে ব্রিটিশ সেনারা হিমালয়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450) ব্যবহার করেছে। ব্রিটিশ আর্মি মোটরিসড অ্যাডভেঞ্চার (AMA) গ্রুপ এই বাইকগুলিকে বিশেষভাবে প্রশিক্ষণের কাজে লাগাবে। এর ফলে সেনাদের অফরোড প্রশিক্ষণ আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং ভারতীয় প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতীক। বিশ্ববাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি রয়্যাল এনফিল্ড (Royal Enfield Himalayan 450) এবার সরাসরি ব্রিটিশ সেনাবাহিনীর মতো শক্তিশালী বাহিনীর ভরসার প্রতীক হয়ে উঠল।

তবে এই সম্পর্কের শুরু কিন্তু আজকের নয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ব্রিটিশ সেনাবাহিনী রয়্যাল এনফিল্ডকে ব্যবহার করা শুরু করেছিল। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ফ্লাইং ফ্লি’ নামের হালকা ও কার্যকর মডেল ব্রিটিশ সেনার আস্থা অর্জন করেছিল। তখন থেকেই রয়্যাল এনফিল্ড (Royal Enfield Himalayan 450) এবং ব্রিটিশ সেনাবাহিনীর সম্পর্ক ইতিহাসের পাতায় বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে।

British army keeping faith on Royal Enfield Himalayan 450.

আরও পড়ুন:চলে এল উৎসবের মরশুম! মহালয়ার দিন সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন লেটেস্ট রেট

এক শতকেরও বেশি সময় পরে আবারও সেই সম্পর্কের নতুন অধ্যায় রচনা করল হিমালয়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450)। ভারতীয় সংস্থার তৈরি মোটরসাইকেলকে বিশ্বমানের প্রযুক্তি হিসেবে মেনে নেওয়া নিঃসন্দেহে ভারতের অটোমোবাইল শিল্পের জন্য এক গর্বের বিষয়। এর মাধ্যমে প্রমাণিত হলো, কেবল দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক মানের চাহিদাও পূরণ করতে সক্ষম ভারতের মোটরসাইকেল প্রযুক্তি।

রয়্যাল এনফিল্ডের এই নতুন সাফল্য নিঃসন্দেহে ভারতীয় সংস্থাগুলির জন্য প্রেরণাদায়ক উদাহরণ। ব্রিটিশ সেনাবাহিনীর হাতে হিমালয়ান ৪৫০ (Royal Enfield Himalayan 450) তুলে দেওয়া শুধু একটি প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ নয়, বরং ভারত ও ব্রিটেনের দীর্ঘস্থায়ী শিল্প ও সামরিক সহযোগিতার বন্ধনেরই নতুন প্রতিফলন।