বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী ৮ থেকে ৯ অক্টোবর ভারত (India) সফরে আসবেন। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী মোদী এবং স্টারমার “ভিশন ২০৩৫”-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ভারত-ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করবেন।
ভারতে (India) আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী:
বিদেশ মন্ত্রক জানিয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ব্রিটেনের প্রধানমন্ত্রী, মাননীয় স্যার কিয়ের স্টারমার সাংসদ, ৮ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে ভারত সফর করবেন। এটি হবে প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম সরকারী ভারত (India) সফর।”
“ভিশন ২০৩৫”-এর আওতায় অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, “এই সফর প্রধানমন্ত্রী মোদীর গর ২৩ থেকে ২৪ জুলাই ২০২৫ তারিখে ব্রিটেন সফরের ফলে সৃষ্ট গতি এবং সারবস্তুর ওপর ভিত্তি করে গড়ে উঠবে। এটি ভারত (India) এবং ব্রিটেনের একটি দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করার একটি মূল্যবান সুযোগ প্রদান করবে।”
আরও পড়ুন: লাফিয়ে বেড়েছে ব্যবসা! এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারেই নজর রয়েছে সবার, দাম মাত্র ৩০ টাকা
বিদেশ মন্ত্রকের মতে, “দুই নেতা শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং উদ্ভাবকদের সঙ্গেও দেখা করবেন।” উল্লেখ্য যে, আগামী ৯ অক্টোবর মুম্বাইতে, দুই প্রধানমন্ত্রী “ভিশন ২০৩৫”-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ভারত (India)-ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন।
আরও পড়ুন: গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় পরিবর্তন! নতুন নিয়ম লাগু করল RBI, জেনে নিন এখনই
আগামী ১০ বছরের জন্য রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে: জানিয়ে রাখি যে, এই “ভিশন ২০৩৫” বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং সাধারণ মানুষের সম্পর্কের মূল স্তম্ভ জুড়ে থাকা একটি উদ্যোগ। যার ১০ বছরের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। আরও বলা হয়েছে যে, “দুই নেতা ভবিষ্যতের ভারত (India)-ব্রিটেন অর্থনৈতিক অংশীদারিত্বের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে ভারত-ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA) দ্বারা উপস্থাপিত সুযোগগুলি নিয়ে ব্যবসায়িক ও শিল্প নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও, তাঁরা আঞ্চলিক ও বিশ্বব্যাপী গুরুত্বের বিষয়গুলি নিয়েও মতামত বিনিময় করবেন বলে জানা গিয়েছে।