ধ্রুব জ্যোতি মহন্ত (দক্ষিণ দিনাজপুর) দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নং উদয় পুর গ্ৰাম পঞ্চায়েতের কদমডাঙ্গা ব্রিজে বড়ো সড়ো ফাটল ও ধস দেখা দিলো । শনিবার সাকলে এই ঘটনা জানাজানি হতে এলাকার বাসিন্দা রা অতঙ্ক হয়ে পড়েন। এইদিন সকালে শিলিগুড়ি মোড় থেকে বুনিয়াটপুর গামী রাজ্য সড়কের মধ্যবর্তী কদমডাঙ্গা ব্রিজে ফাটল সহ রাজ্য সড়কের ধস লক্ষ্য করা যায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হাসান খান জানান “শনিবার সকালে এবিষয় টি লক্ষ করা যায়, আমারা এলাকাবাসী আতঙ্কে আছি যে কোন মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে। গ্রামের অনেক ছাএ ছাত্রীরা চলাচল করে এই ব্রিজ দিয়ে । তাই আমরা চাইছি খুব তাড়াতাড়ি যেন ব্রিজ মেরামত করা হয়
।” আরেক পথচলতি অটো চালোক রাইহান রেজা বলেন “যাতায়াতের অসিবিধা ত হচ্ছেই সাথে আমরাও অনেক টা অতঙ্কে আছি তাড়াতাড়ি যেন ব্রিজ মেরামত করা হয়। “”এই বিষয়ে কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি রিতেশ জোয়াদ্দার সংবাদ মাধ্যম কে জানান
“উদয়পুর ব্রীজ ফাটল ধরেছে এবং রাস্তায় একটা বড় ধস নামে ছে খবর পেয়েছি বিষয়টি আজ সকালে ঐ এলাকায় সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে, আমরা অতিসক্তর মেরামত করবো ।”” কুশমন্ডি ব্লকের বিডিও মোহাম্মদ জাকেরিয়া বিষয়টি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ সমাধানের আশ্বাস দিয়েছেন।