শালিকে ধর্ষনের চেষ্টা, বাঁধা দিতে গেলে কোপ মেরে পলাতক জামাইবাবু

Published On:

 

বাবলু প্রামাণিক ,দক্ষিণ 24পরগনা

কোপ মারার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। অভিযুক্ত জামাইবাবু জাকারিয়া সেক। আক্রান্ত সাতাশ বছরের আনসুরা খাতুন ।আনসুরা ক্যানসার আক্রান্ত। মগরাহাট থানার নৈনান গ্রামের ঘটনা। অভিযোগ রবিবার ভোরে আনসুরা খাতুনের ঘরে ঢোকে পাসন্ডো জাকারিয়া। একা পেয়ে ধর্ষন করার চেষ্টা করে। বাঁধা দিতে গেলে নেপালা দিয়ে কোপ মারে। তিন জায়গায় কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে ।

 

চিৎকারে চুটে আসে আনসুরার পরিবার । তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

পরিবারের দাবি আনসুরির বোন পুতুলের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় জাকারিয়ার । প্রতিবন্দি পুতুল । চার ছেলেমেয়ে রৎেছে । পুতুল প্রতিবন্ধি হওয়াই আনসুরার উপর নজর ছিল অভিযুক্তের । গতকালের পর তার বহিপ্রকাশ হয় । ঘটনার পর অভীযুক্ত পলাতক। এর আগেও ধর্ষন করার চেষ্টা করে বলে দাবি । ঘটনার অভিযুক্তের শাস্তির দাবি রেখেছে পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত খবর

X