ঈদ পালনে বাড়ি এসেছিলেন উঠতি মডেল, নাচ করত বলে গুলি করে হত্যা করল ভাই

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের চারপাশে খবরের মাধ্যমে আমরা নানান সময়ে ‘অনার কিলিং’ প্রসঙ্গটি শুনে থাকি। আসলে এটির অর্থ হলো সম্মান রক্ষার্থে হত্যা অর্থাৎ পরিবারের সম্মান রক্ষার্থে এক সদস্য দ্বারা অন্য কোনো সদস্যকে হত্যা করার ঘটনাকে বলা হয় ‘অনার কিলিং’।

আমাদের চারপাশে অনেক সময় দেখা যায় যে অন্য ধর্মের কাউকে বিয়ে করার অপরাধে কিংবা জাতি ও বর্ণগত কারণে অনেক সময় একই পরিবারের ভাইয়ের হাতে খুন হচ্ছে বোন কিংবা বাবার ক্রোধের শিকার হচ্ছে স্বয়ং তার কন্যা। সম্প্রতি পাকিস্তান থেকে এমনই একখবর সামনে এসেছে, যেখানে এক ভাই তার নিজের বোনকে খুন করেছে, তাও আবার ঈদের মতো পবিত্র উৎসবের দিনে।

পুলিশ সূত্রে খবর, নিহত মেয়েটির নাম সিদরা। পাকিস্তানের রেনালা খুর্ড ওকরার বাসিন্দা এই যুবতীর ছোট থেকেই মডেলিং-এর প্রতি ঝোঁক ছিল এবং মাত্র 22 বছর বয়সেই সেই স্বপ্ন পূরণ করে বিভিন্ন পোশাকের ব্র্যান্ডের জন্য মডেলিংয়ে কেরিয়ার শুরু করে সে। পাশাপাশি ফয়সালাবাদের থিয়েটারে নাচের প্র্যাকটিসও করত সিদরা। তবে মেয়ের এহেন কর্মকাণ্ড কোন কালেই পছন্দ ছিল না তার পরিবারের। ম

ডেলিংয়ে কাজ ইসলামবিরোধী আখ্যা দিয়ে পরিবারের সদস্যরা তাকে সে দিকে পা বাড়াতেও বারণ করে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল তার ভাই হামজা। কিন্তু শেষ পর্যন্ত তাদের কারোর কথা না শুনে নিজের স্বপ্ন পূরণে মশগুল হয়ে পড়ে যুবতী আর সেই মডেলিংই যে একদিন তার প্রাণ কেড়ে নেবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি সে।

জানা গিয়েছে, গত 5 ই মে ঈদের দিন বাড়িতে আসে সিদরা, আর এরপরে ভাইয়ের সঙ্গে বাদানুবাদ শুরু হয় তার। এমনকি সেই কথা কাটাকাটি শেষ পর্যন্ত মারধরের পর্যায়ে গিয়ে ঠেকে এবং এরপরই ক্ষুব্ধ হয়ে বোনকে গুলি করে হত্যা করে হামজা। তৎক্ষণাৎ সেখানে মৃত্যু হয় যুবতীর। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে সেখানে দ্রুত উপস্থিত হয় তারা এবং শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর