জেসিবি চুরি করে দাবি করা হয় ১ লক্ষ টাকা! চোরের পরিচয় জেনে চক্ষু চড়কগাছ সকলের

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। যেটি জানার পর রীতিমতো অবাক হয়েছেন সকলেই। মূলত, সেখানে জেসিবি চুরি হওয়ায় একটি ঘটনা ঘটে। শুধু তাই নয়, চুরির পর জেসিবির মালিকের কাছে সেটি ফিরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকার দাবিও করা হয়। এমতাবস্থায়, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছিল। যার তদন্ত শুরু করে পুলিশ।

পাশাপাশি, মোবাইলের লোকেশনের ভিত্তিতে পুলিশ চোরকে গ্রেফতার করলেও তাঁর পরিচয় জানতে পেরে আকাশ থেকে পড়েন সকলেই। জানা গিয়েছে, ওই জেসিবির মালিকের খুড়তুতো ভাই সেটিকে চুরি করে টাকা চেয়েছিলেন। ঘটনাটি ঘটেছে ইন্দোরের দ্বারকাপুরি থানা এলাকায় অবস্থিত বিদুর নগরে। মূলত, এই চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। পাশাপাশি, সেখানে সেই চোরকে স্পষ্ট জেসিবি নিয়ে যেতে দেখা যায়। তবে তাঁর মুখ চেনা যাচ্ছিল না।

এই প্রসঙ্গে দ্বারকাপুরী থানার ইনচার্জ সতীশ দিবেদী জানান, “গত ১ জুন অর্জুন নামে এক অভিযোগকারী থানায় এসে অভিযোগ করেছিলেন। সেখানে রাতে তাঁর জেসিবি মেশিন চুরি হয়েছে বলে রিপোর্টে লিখেছিলেন তিনি। পাশাপাশি, অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করা হয়। অর্জুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।”

মোবাইলের লোকেশন থেকে মিলল হদিশ:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরির অভিযোগ আসার সাথে সাথে তারা ইনফরমার সিস্টেম সক্রিয় করে। এদিকে, অনেক খোঁজাখুঁজির পরও অপরাধীকে খুঁজে পাওয়া যায়নি, কারণ তিনি তাঁর মোবাইল ফোনটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু, কয়েক ঘণ্টা পর সেটি চালু করেন তিনি। আর সেখান থেকেই তাঁর লোকেশন খুঁজে বার করে পুলিশ ও তাঁকে আটক করা হয়।

পরবর্তীকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তাঁর অপরাধ স্বীকার করেছেন। জানা গিয়েছে যে, অপরাধীর নাম দেবেশ। তিনি পুলিশকে জানান, তাঁর কিছু ঋণ রয়েছে। সেই ঋণ শোধ করতেই তিনি জেসিবি চুরি করেন এবং তার বদলে টাকা চাইছিলেন। সেই টাকা দিয়ে ঋণ শোধ করতে চেয়েছিলেন তিনি।

WhatsApp Image 2022 06 06 at 11.26.53 AM

“ভাই চোর হয়ে গেল”:
এদিকে, গ্রেপ্তারের পর পুলিশ ঘটনার অভিযোগকারী অর্জুনকে ডেকে অপরাধীর নাম এবং পরিচয় জানানোর পরেই অর্জুন আকাশ থেকে পড়েন। কারণ, দেবেশ হলেন তাঁর খুড়তুতো ভাই। জানা গিয়েছে, দেবেশ অটো চালান। রাউয়ে বসবাসকারী এক মহিলার কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ করতেই চুরির পথ অবলম্বন করতে হয় তাঁকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর