Viral Video- মদের নেশা ছাড়াতে থানায় হাজির দুই ভাই, ‘চড়-থাপ্পড়” মারার আবেদন পুলিশের কাছে

বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে নেশার দ্রব্য ধরা যত সহজ ছাড়াটা ঠিক তত সহজ নয়। তাই অনেকেই নেশা ছেড়ে দেবেন ভেবেও শেষ পর্যন্ত আবার জড়িয়ে পড়েন অন্য কোন নেশায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নানা রকমের অদ্ভুত ঘটনার ভিডিও। এবার সামনে এল এমনই দুই নেশাখোরের ঘটনা। যা দেখতে দেখতে রীতিমতো হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই ভাই এসেছেন পুলিশ স্টেশনে। গিড্ডে নামের একটি চ্যানেল থেকে ভাইরাল হওয়া এই ইনস্টাগ্রাম ভিডিওয় ওই দুই ভাইয়ের বক্তব্য, তারা বরাবর ভীষণ নেশা করেন। মদের নেশা তাদের এতটাই পরিবারের সাথে বারবার ঝামেলা হওয়ার পরেও নেশা ছাড়তে পারেননি তারা। এ বিষয়ে তাদের বারবার বারণ করেছে তাদের স্ত্রীরাও। কিন্তু কথা দিলেও নেশার এমন টান, মদের থেকে দূরে থাকতে পারেননি ওই দুই ভাই।

https://www.instagram.com/p/CQvxzytlLBv/?utm_medium=copy_link

আর সেই কারণে বাধ্য হয়ে তারা এসেছেন থানায়। থানার আধিকারিকদের কাছে তাদের দাবি, “আমরা চাই পুলিশ যেন মদের নেশা থেকে আমাদের মুক্তি দেয়। প্রয়োজনে আমাদের চড় থাপ্পড় মারুক। আমরা তাও সহ্য করে নেব।” তাদের এই অদ্ভুত আবদার শুনে হেসে ফেলেন থানার আধিকারিকরাও। ভিডিওটি কোথাকার তা জানা না গেলেও, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তা রীতিমতো ভাইরাল।

 

Abhirup Das

সম্পর্কিত খবর