বাংলা হান্ট ডেস্কঃ সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশ করার ঘটনা নতুন নয়। তবে তাদের আটকানোর জন্য সর্বদা প্রস্তুত থাকে বিএসএফ-এর জওয়ানরা। এবারও তার অন্যথা হলো না।
অনুপ্রবেশকারী দুষ্কৃতীদের সঙ্গে লড়াইয়ে তাদের ভারতে প্রবেশের থেকে রুখে দিল বিএসএফ। এছাড়াও জানা যাচ্ছে, গ্রামবাসীরাও তাদের যথার্থ সাহায্য করে। সূত্রের খবর, কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বাংলাদেশী দুষ্কৃতীরা। প্রথমে তাদেরকে এলাকায় দেখে সচেতন করে বিএসএফের সেনারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত করেনি সেই 5-6 জন সমৃদ্ধ দুষ্কৃতীদের দল। এবং তারপরেই তারা কাঁটাতার পেরোনোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে সেনারা।
সেনাদের হাত থেকে বাঁচার জন্য তারা বাঁশবনে আশ্রয় নেয়। এরপরই বিএসএফ সেখানে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে উল্টে তাদের ওপরই চড়া হয় দুষ্কৃতীর দল। এবার দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হলে বিএসএফের গুলিতে প্রাণ হারান এক অনুপ্রবেশকারী। বাকি সকলে পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা উদ্যত হয় এবং তাদের গণপিটুনিতে গুরুতর জখম হয় আরেক দুষ্কৃতী। বাকিরা পালাতে সক্ষম হয়।
জানা গিয়েছে, নিহত অনুপ্রবেশকারীর রেজাউল করিম। সে বাংলাদেশের রসুলগঞ্জের বাসিন্দা এবং বয়স ৩৫ বছর। জখম বাংলাদেশির নাম জুম্মান বাবু। তার বয়স ২৯ বছর। সূত্রের খবর, সীমান্তের কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তবে বিএসএফ দলের তৎপরতায় তারা তাদের লক্ষ্যে অসফল হয়। বর্তমানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকা এবং এখানে একাধিক বেআইনি কাজ করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে সেনাদের রক্ষণাবেক্ষণ এ তাদের অধিকাংশ চেষ্টা ব্যর্থ হয়।