বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক সীমান্তে ফের একবার সতর্কতার নজির গড়ল বিএসএফ (BSF)। পাচারকারীদের হাত থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির বন্য বিড়াল। জানা গিয়েছে, ২২ আগস্ট ভোরে নাটনা ফরওয়ার্ড বিওপির বিএসএফ (BSF) বাহিনী আন্তর্জাতিক সীমান্তের কাছে ৫-৬ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন। এরপরই শুরু হয় নাটকীয় অভিযান।
বাংলাদেশীদের বিরল প্রজাতির প্রাণী পাচারের ছক বানচাল করল ভারতের বিএসএফ (BSF) জওয়ানরা
বিএসএফ (BSF) সূত্রে খবর, সন্দেহভাজনরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তাঁদের হাতে ছিল কাঠের বাক্স, যার ভিতরে ছিল এক বিরল প্রজাতির প্রাণী। জওয়ানদের আশঙ্কা বাংলাদেশীরা লুকিয়ে পাচারের ছক কোষেছিল। এর পরেই দ্রুত পদক্ষেপ নেয় বিএসএফ (BSF) জওয়ান বাহিনী।বিএসএফ জওয়ানদের এগিয়ে আসতে দেখে, চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘন গাছপালার সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।তবে পাচারকারীরা পালাতে সক্ষম হলেও, বাক্সসহ উদ্ধার হয় বিরল প্রাণীটি।
বাক্স থেকে জীবিত অবস্থায় পাওয়া যায় এক বিরল প্রজাতির বন্য বিড়াল। বন দফতরের প্রাথমিক অনুমান, এটি আফ্রিকান সার্ভাল প্রজাতির। পাচারকারীরা কোন পথে এই প্রাণীটিকে সীমান্ত পর্যন্ত নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বিড়ালটিকে আপাতত নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। পরে সেটিকে হস্তান্তর করা হবে সংশ্লিষ্ট বন বিভাগের হাতে।
ঘটনার পর বিএসএফ (BSF) দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানান, সৈন্যদের সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের ফলেই বন্যপ্রাণী পাচারের প্রচেষ্টা নস্যাৎ করা গিয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী নিয়মিত টহলদারি চালাচ্ছে যাতে এ ধরনের অবৈধ প্রবেশ বা পাচারের ঘটনা ঠেকানো যায়।
আরও পড়ুনঃ ধর্ষণ-খুন থেকে দুর্নীতির ছায়া, ফের তদন্ত তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে ঘিরে
সোনা, রূপো, মাদক থেকে শুরু করে পশুপাখি, পাচারকারীদের নানা কৌশল আগেও ব্যর্থ করেছে বিএসএফ (BSF)। এবার বিরল বন্যপ্রাণী পাচারের চেষ্টাও রুখল জওয়ানরা। সীমান্তে এই সাফল্য আবারও প্রমাণ করল, সতর্কতায় কোনও ফাঁক রাখছে না সীমান্তরক্ষী বাহিনী।