বাংলা হান্ট ডেস্ক: মোবাইল বর্তমান দিনে সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনলো রাষ্ট্রীয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। নতুন এই প্ল্যানে ৫০ দিনের মধ্যে আপনি পাবেন দৈনিক ২ জিবি করে ডেটা। এছাড়াও পাবেন আরও অনেক সুবিধা।
৫০ দিনের নতুন BSNL প্ল্যান বাজারে, টেলিকম গ্রাহকদের স্বস্তি (BSNL)
বিএসএনএলের (BSNL) এই ৩৪৭ টাকার প্লানের রিচার্জে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। যার বৈধতা থাকবে ৫০ দিন। পাশাপাশি এই নতুন রিচার্জ প্ল্যানে আর কি কি সুবিধা দেওয়া হয়েছে তা একবার দেখে নিন।

আরও পড়ুন: মুলো দেখলেই মুখ ভার? এই ঘণ্ট রেসিপিতে বদলে যাবে রুচি, জানুন রেসিপি
নতুন এই রিচার্জ প্লানে ২ জিবি ডেটা পাওয়া যাবে। পাশাপাশি প্রতিদিনের জন্য পাওয়া যাবে ১০০ টি করে এসএমএস। তাছাড়া আনলিমিটেড কলিং ও বিনামূল্যে সিম অ্যাক্টিভেট করার মতন সুবিধা ও আপনি পাবেন। আর এই সুবিধা চালু হয়েছে ১৮ ডিসেম্বর থেকে। ভবিষ্যতেও এই অফারটি রাখা হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এই বিশেষ প্ল্যান তাদের জন্য সুবিধা জনক যারা কম দামি দীর্ঘ মেয়াদি ভ্যালিডিটি পেতে আগ্রহী। এছাড়া বারবার রিচার্জের ঝামেলা এড়াতে এই রিচার্জ প্ল্যানটি লাভজনক বলে মনে করছেন গ্রাহকেরা।
এছাড়াও, বিএসএনএল (BSNL) তাদের ১ টাকার ফ্রিডম অফারের মেয়াদও বাড়িয়েছে। এই অফারের সুবিধা পাওয়ার জন্য আপনার এলাকার বিএসএনএলের রিটেইলার তথা খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। কিংবা বিএসএনএলের অ্যাপ ‘BSNL Selfcare’ ব্যবহার করে গ্রাহক নিজেই ফোন থেকে রিচার্জ করে নিতে পারবেন। পাশাপাশি, ফোন পে, গুগল পে-এর মতো অ্যাপের মাধ্যমেও রিচার্জ করা যাবে।












