বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ২ টি বড় শহরে 5G পরিষেবা শুরু করতে চলেছে। উল্লেখ্য যে, BSNL-এর গ্রাহকেরা দীর্ঘদিন ধরেই BSNL-এর 4G এবং 5G পরিষেবার জন্য অপেক্ষা করছেন। এই আবহেই খবর মিলছে যে, এবার দিল্লি এবং মুম্বাইতে BSNL-এর 5G পরিষেবা শুরু হতে চলেছে।
চলতি বছরেই আসছে BSNL 5G:
জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই দিল্লিতে BSNL-এর 4G পরিষেবার সফট-লঞ্চ করা হয়েছিল। এই আপডেটটি তার পরেই এসেছে। উল্লেখ্য যে, গত বছরের জুলাই মাসে, যখন বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল, তখন বিপুল সংখ্যক মানুষ BSNL-এর দিকে ঝুঁকে পড়ে। এরপরে, BSNL টানা ২ ত্রৈমাসিকে লাভ অর্জন করেছে। তবে, BSNL-এর 5G এবং 4G পরিষেবার জন্য দীর্ঘ অপেক্ষার কারণে, গত কয়েক মাস ধরে BSNL ক্রমাগত গ্রাহক হারাচ্ছে। এমন পরিস্থিতিতে, ডিসেম্বরে 5G পরিষেবা চালু হওয়ার খবর গ্রাহকদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।
সম্পন্ন হয়েছে টেস্টিং: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, BSNL-এর 5G লঞ্চ সম্পর্কে, টেলিকমিউনিকেশন বিভাগের একজন উচ্চ অধিকারিক জানিয়েছেন যে, 5G পরিষেবা প্রদানের জন্য দেশে তৈরি সরঞ্জামের পরীক্ষা চলছে এবং এখনও পর্যন্ত কোনও সমস্যা সামনে আসেনি। ওই আধিকারিকের মতে, “সমস্ত যন্ত্রপাতি কোনও সমস্যা ছাড়াই সঠিকভাবে কাজ করছে। তাই আমরা অনুমান করছি যে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে উভয় শহরেই 5G পরিষেবার বাণিজ্যিক উদ্বোধন হবে।”
আরও পড়ুন: ২ ঘন্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ! ২০২৭-এর কোন মাসের মধ্যে শুরু বুলেট ট্রেন চলাচল? জানালেন রেলমন্ত্রী
4G পরিষেবাও শুরু হতে চলেছে: জানিয়ে রাখি যে, BSNL সম্প্রতি দিল্লিতে তাদের 4G পরিষেবার সফট-লঞ্চ করেছে। শীঘ্রই আরও কয়েকটি শহরে এটি চালু হতে পারে। তবে, পরিষেবা চালু করার ক্ষেত্রে বিলম্বের কারণে, BSNL ক্রমাগত গ্রাহক হারাচ্ছে। এমতাবস্থায়, তারা প্রধান শহরগুলিতে 4G এবং 5G পরিষেবা চালু করে হারানো গ্রাহকদের ফিরে পাওয়ার আশা করছে। রিপোর্ট অনুসারে, BSNL-এর বিলম্ব মূলত নিজস্ব সরঞ্জাম বিকাশের কারণে ঘটেছে। জানিয়ে রাখি যে, BSNL তার গ্রাহকদের এমন 4G এবং 5G পরিষেবা প্রদান করতে চায়, যা সম্পূর্ণরূপে দেশে তৈরি সরঞ্জামের ওপর ভিত্তি করে তৈরি।
১ লক্ষ 4G সাইটে কাজ চলছে: রিপোর্ট অনুসারে, সরকার TCS-Tejas-C-DoT কনসোর্টিয়ামের সঙ্গে ২৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার লক্ষ্য হল ১ লক্ষেরও বেশি 4G সাইট তৈরি করা। এই সাইটগুলিকে 5G-তেও আপগ্রেড করা যেতে পারে। ওই সাইটগুলিতে যন্ত্রাংশ সরবরাহ ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই ডিভাইসগুলির প্রধান বৈশিষ্ট্য হল এগুলিকে 5G-তে রূপান্তরিত করা যেতে পারে। এখনও পর্যন্ত, BSNL সারা দেশে ৯৫,০০০ টি 4G টাওয়ার স্থাপন করেছে।